রিচা দত্ত, মুর্শিদাবাদঃ
জেলা পুলিশ এবং নবগ্রাম থানার যৌথ উদ্যোগে নবগ্রাম থানার অন্তর্ভুক্ত সুখী মোড় থেকে মাদক ট্যাবলেট সহ দুই জনকে গ্রেফতার করা হয়।
রবিবার সাংবাদিক বৈঠক করে মুর্শিদাবাদ পুলিশ সুপার অজিত সিং যাদব জানান সূত্রের খবরানুযায়ী, গুয়াহাটির মংপুল থেকে ট্যাবলেট নিয়ে আসা হয়েছিল। উদ্দেশ্যে ছিল জলঙ্গী বাংলাদেশ সীমান্তে নিয়ে গিয়ে সেখান থেকে পাচার করা। ধৃত দুই সনু ভাটিয়া (৩৮) জলঙ্গীর নরসিংহপুর এবং রাকেশ চন্দ্র মন্ডল (৩২) জলঙ্গী থানার নওদাপাড়ার বাসিন্দা৷ সঙ্গে বাজেয়াপ্ত করা হয়েছে স্করপিও ও ৩৬০০০ ইয়াবা মাদক ট্যাবলেট।
গাড়ীর দরজায় গুপ্ত চেম্বার করে তাতে ভরে আনছিল ট্যাবলেটগুলি। যার বর্তমান বাজার মূল্য ৬.৫ লক্ষ টাকা। মূলত সাউথ ইষ্ট এশিয়া তে এই ট্যাবলেট যুবকেরা খেয়ে থাকে। বাংলাদেশ, মায়ানমারে এই ট্যাবলেট প্রচুর পরিমানে পাচার হয়। ধৃতদের কোর্টে তোলা হয় আজ এবং জিজ্ঞাসাবাদের জন্য ৭ দিনের পুলিশি হেফাজতে নেওয়া হয়।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584