নিজস্ব সংবাদদাতা,মুর্শিদাবাদঃ
মুর্শিদাবাদ জেলার সাগরদিঘীর হরহরি বাস স্ট্যান্ড মোড়ে ভয়াবহ পথ দুর্ঘটনায় মৃত দুই আহত একজন। শুক্রবার ইসমাইল সেখ, নাজমুল মল্লিক, এবং আনসারুল মল্লিক নামের নাবালক তিন কিশোর বাইক চালিয়ে যাচ্ছিল । হরহরির দিকে সামনে থাকা একটি লরিকে পাশ কাটিয়ে বেরোতে গিয়ে উল্টো দিক থেকে আসা একটি গাড়ি তাদের সামনে পড়ে যায় এবং নিয়ন্ত্রণ হারিয়ে লরির চাকায় পড়ে পিষ্ট হয়ে যায়। ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয় বলে স্থানীয়রা জানান।
আরও পড়ুনঃ আবারও ভয়াবহ বাস দুর্ঘটনা জলঙ্গীতে
মৃত কিশোরদের পরিচয় জানা গিয়েছে । একজন ইসমাইল সেখ (১৫) ও অপর জন আনসারুল মল্লিক (১৩) দুজনেরই বাড়ি সাগরদিঘীতে। সেই বাইকে থাকা আরও একজন নাজমুল মল্লিক (১৪) সেও ছিটকে রাস্তার পাশে পড়ে যায়। সেই জন্যই প্রাণে বেঁচে যায় সে। ঘটনাস্থলে সাগরদিঘী থানা পুলিশ এসে দেহ গুলি উদ্ধার করে ময়না তদন্তের জন্য হাসপাতালে নিয়ে যায়। এই দুর্ঘটনায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। প্রশ্ন উঠছে এত কম বয়সী ছেলেদের হাতে অভিভাবকরা বাইক দেন কিভাবে!
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584