নিজস্ব সংবাদদাতা, মালদহঃ
মালদহের কালিয়াচক ২ নম্বর ব্লকের মোথাবাড়ি গ্রাম পঞ্চায়েতের পাশাপাশি দুটি গ্রামে দু’জন শ্রমিকের করোনা পজিটিভ রিপোর্ট আসায় উদ্বিগ্ন গ্রামবাসীরা। ইদের আগে করোনা আক্রান্তের খবরে আতঙ্ক ছড়িয়েছে গোটা এলাকায়। আক্রান্তদের পরিবার ও গ্রাম বাঁশের ব্যারিকেড দিয়ে বন্ধ করে দেওয়া হয়েছে। ওই চত্বরকে পুরো কনটেনমেন্ট জোন করা হয়েছে। গ্রাম দুটিতে পুলিশি নজর রয়েছে।
ওই দুই শ্রমিক মহারাষ্ট্র থেকে এসেছেন বলে খবর। মালদহ গৌড়কন্যা বাস টার্মিনালে তাদের লালারসের নমুনা নেওয়া হয়। এরপর হোম কোয়ারান্টিনে ছিলেন ওই দুজন। এদিন রিপোর্ট আসার পর আক্রান্ত দু’জনকে সঙ্গে সঙ্গে সুজাপুর পলিটেকনিক আইসোলেশন সেন্টারে পাঠানো হয়। তাঁরা কাদের সংস্পর্শ এসেছিলেন তাঁদের চিহ্নিত করা শুরু হয়েছে।
আরও পড়ুনঃ পুলিশি বাধার মুখে দিলীপ
আক্রান্তদের পরিবারের সদস্যদের লালারসের নমুনা সংগ্রহ করছে স্বাস্থ্য বিভাগের কর্মীরা। কালিয়াচক ২ নম্বর ব্লকে মোট তিনজন করোনা আক্রান্তের খবরের জেরে প্রশাসনিক তরফে করোনা রুখতে সচেতনতা শুরু হয়েছে। সামাজিক দূরত্ব মেনে চলতে ও মাস্ক ছাড়া চলাচল নিষিদ্ধ করা হয়েছে।
পঞ্চায়েত সমিতির সভাপতি টিঙ্কুর রহমান বিশ্বাস বলেন, ‘সামাজিক দূরত্ব বজায় রেখে ইদে অংশগ্রহণ করতে অনুরোধ করেছি। প্রশাসনের দেওয়া নিয়ম মেনে জমায়েত না করে বাড়িতে নামাজের কথা বলেছি।’
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584