নিজস্ব সংবাদদাতা, কলকাতাঃ
বেশ কিছুদিন অন্যান্য রাজ্যে মৃত্যু সংখ্যা বাড়লেও এ রাজ্যে না বাড়ায় কেন্দ্রের সমালোচনার মুখে পড়তে হয়েছিল বঙ্গ প্রশাসনকে। তবে অনেকদিন ৫ এ আটকে থাকার পর রবিবার এ রাজ্যে বাড়ল মৃত্যু সংখ্যা।
রবিবার রাতে স্বাস্থ্য দফতরের প্রকাশিত বুলেটিনে জানানো হয়েছে, এ রাজ্যে আরও ২ জনের করোনায় মৃত্যু হয়েছে। ফলে এখন রাজ্যে মৃত্যু সংখ্যা ৭। কিন্তু চিকিৎসাধীন আক্রান্তের সংখ্যা ৯৫ ই রয়েছে।
যদিও কেন্দ্রের দাবি, গত ২৪ ঘন্টায় ৮ জন নতুন আক্রান্তের সন্ধান পাওয়া গিয়েছে, যার মধ্যে রয়েছে কলকাতা সংলগ্ন এলাকার ৩ চিকিৎসক, পার্ক সার্কাসের এক ৮০ বছরের বৃদ্ধ। ফলে রাজ্যে মোট আক্রান্তের সংখ্যা ১৩৪ বলে দাবি কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের।
অন্যদিকে, রাজ্যের সমস্ত জায়গায় রাস্তায় বেরোলেই মাস্ক পরা বাধ্যতামূলক করল রাজ্য প্রশাসন। রবিবার রাতে জারি করা এক বিশেষ নির্দেশে মুখ্যসচিব রাজীব সিনহা জানিয়েছেন, পরিস্থিতি জটিল হলেও করোনা ভাইরাস প্রতিরোধে সর্বতোভাবে চেষ্টা চালিয়ে যাচ্ছে রাজ্য সরকার।
কিন্তু এবার রাজ্যের সাধারণ মানুষকেও সতর্ক হতে হবে। রাস্তায় বেরোলেই অবশ্যই বাধ্যতামূলক ভাবে মাস্ক পড়তে হবে। সার্জিক্যাল বা এন-৯৫ মাস্ক না থাকলেও কাছে থাকা যে কোনও কাপড়ের টুকরো যেমন ওড়না, গামছা বা রুমাল দিয়ে মুখ ঢেকে নিতে হবে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584