জেলা প্রশাসনের উদ্যোগে কোচবিহারে চালু ন্যায্য মূল্যের আলুর দোকান

0
110

মনিরুল হক, কোচবিহারঃ

আলুর দাম নিয়ন্ত্রণ রাখতে কোচবিহারে দু’টি ন্যায্য মূল্যের দোকান চালু করল কৃষি বিপণন দফতর ও জেলা প্রশাসন। শনিবার কোচবিহারের ভবানীগঞ্জ বাজার চত্বর ও কোচবিহার-২ ব্লকের ডোডেয়ার হাটে দুটি দোকান খোলা হয়। এখানে ২৭ টাকা কেজি দরে আলু বিক্রি হবে।

potato price | newsfront.co
নিজস্ব চিত্র

কৃষি বিপণন দফতর ও জেলা প্রশাসন এই দোকান দু’টির উপর নজরদারি চালাবে। জানা গেছে, কোচবিহারের বিভিন্ন বাজার গুলিতে আলুর দাম এতটা ঊর্ধ্বমুখী যে বারবার বাজারে অভিযান চালিয়েও দাম নিয়ন্ত্রণে আনা যাচ্ছে না।

people | newsfront.co
নিজস্ব চিত্র

তাই এবার প্রশাসনের উদ্যোগে কোচবিহার সদর মহকুমা এলাকায় দুটি ন্যায্য মূল্যের আলুর দোকান খোলা হয় বলে জানা গিয়েছে। ওই দোকানে প্রতিদিন ১ জনকে সর্বাধিক ৩ কেজি করে আলু দেওয়া হবে। প্রতি কেজি আলুর দাম ২৭ টাকা করে নেওয়া হবে বলে জানা গেছে।

আরও পড়ুনঃ করোনা টেস্টে নারাজ আন্দোলনরত কম্পিউটার শিক্ষকরা

আজ দোকানের প্রথম দিনে ব্যাপক সারা পড়েছে। এই ন্যায্য মূল্যের দোকানে কম দামে আলু পেয়ে বেজায় খুশি সাধারণ ক্রেতারা। এদিন এবিষয়ে সদর মহকুমা শাসক সঞ্জয় পাল বলেন,“সাধারণ মানুষের যাতে অসুবিধা না হয় সেজন্য ব্যবসায়ীদের সহযোগিতায় ন্যায্য মূল্যের আলুর দোকান খোলা হল।”

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here