নিজস্ব সংবাদদাতা,পশ্চিম মেদিনীপুরঃ
শুক্রবার সকাল সাড়ে দশটা নাগাদ মেদিনীপুর শহরের সার্কিট হাউসে উপস্থিত হয়েছিলেন কেন্দ্রীয় নির্বাচন কমিশনে নিযুক্ত এরাজ্যের দায়িত্বপ্রাপ্ত দুই বিশেষ পর্যবেক্ষক। এর মধ্যে রয়েছেন সাধারণ পর্যবেক্ষক অজয় ভি নায়েক, বিশেষ পুলিশ পর্যবেক্ষক বিবেক দুবে।
এই আধিকারিকগন পশ্চিম মেদিনীপুর জেলার জেলাশাসকের দপ্তরে হাজির হয়ে দুই মেদিনীপুর ও ঝাড়গ্রাম জেলার বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে বৈঠক শুরু করেন। দফায় দফায় বিভিন্ন রাজনৈতিক দলকে ডেকে তাদের অভাব-অভিযোগ এর কথা শুনেছেন আধিকারিকরা।
আরও পড়ুনঃ কমিশনের সিদ্ধান্তই বহাল! প্রার্থী হতে পারবেন না উজ্জ্বল কুমার, রায় ডিভিশন বেঞ্চের
তৃণমূলের পূর্ব মেদিনীপুর জেলার সাধারণ সম্পাদক সোমনাথ দে -কমিশনের এই আধিকারিকদের কাছে মুখ্যমন্ত্রীর উপরে হামলার ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত দাবি করেছেন। অভিযোগ করেছেন শুভেন্দু অধিকারীর কার্যকলাপ ও বেশকিছু পুলিশ আধিকারিক এর বিরুদ্ধেও।
পূর্ব মেদিনীপুর জেলার ময়না থানার বাকচা গ্রামে খুনের আসামী প্রকাশ্যে ঘুরে বেড়ালেও পুলিশ কোন পদক্ষেপ গ্রহণ করেনি বলে তৃণমূল অভিযোগ করেছে।সেই সঙ্গে পূর্ব মেদিনীপুর জেলার ময়না,ভগবানপুর সহ বেশ কয়েকটি এলাকায় ঘরছাড়া তৃণমূল কর্মীদের ঘরে ফেরানোর দাবি জানানো হয়েছে।
অন্যদিকে ঝাড়গ্রাম জেলা বিজেপির পক্ষ থেকে বিজেপি নেতা দেবাশীষ কুন্ডু ও তাদের এলাকায় পুলিশ আধিকারিক দের বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ করেছেন।অন্যদিকে পশ্চিম মেদিনীপুর জেলা বিজেপির পক্ষ থেকে বিজেপি নেতা শুভজিত রায় জেলা পুলিশের বেশ কিছু আধিকারিদের নির্দিষ্ট নাম উল্লেখ করে তাদের বিরুদ্ধে নালিশ জানিয়েছেন।
আরও পড়ুনঃ বিজেপি না থাকলে তৃণমূল জন্মাতো নাঃ শমীক ভট্টাচার্য
নির্বাচন পর্বে তাদের অপসারণ তিনি দাবি করেছেন। রাজনৈতিক দলগুলির প্রতিনিধি দের সাথে দফায় দফায় বৈঠক করার পর নির্বাচন কমিশনের বিশেষ দুই পর্যবেক্ষক পুলিশ ও প্রশাসনের আধিকারিকদের সাথে বৈঠক করেন। সেইসঙ্গে বিধানসভা নির্বাচনের প্রস্তুতিপর্বও তারা খতিয়ে দেখেন।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584