নিজস্ব সংবাদদাতা, শিলিগুড়িঃ
মঙ্গলবার গভীর রাতে শিলিগুড়ি মহকুমার ফাঁসিদেওয়ার ব্লকের বিধাননগরে গোপন সূত্রের খবরের ভিত্তিতে অভিযান চালায় কেন্দ্রীয় রাজস্ব ও গোয়েন্দা দপ্তর।
এরপর সোনার বিস্কুট সহ দুজনকে গ্রেফতার করে। ধৃতদের নাম হাসানুর জামান ও লতিফ রহমান। কেন্দ্রীয় গোয়েন্দা রাজস্ব ও গোয়েন্দা দপ্তর সূত্রে জানা গিয়েছে যে ধৃতরা মঙ্গলবার বাংলাদেশ থেকে অবৈধভাবে ভারতে প্রবেশ করে।
এরপর দুটি পৃথক বাসে করে সোনার বিস্কুট নিয়ে পাচারের উদ্দেশ্যে মুর্শিদাবাদ ও মালদা যাচ্ছিল তারা। সেইসময় অভিযান চালিয়ে বিধাননগর থেকে ডিআরআই তাদেরকে গ্রেফতার করে। ধৃতদের কাছ থেকে ৫০ টি সোনার বিস্কুট উদ্ধার হয়েছে।
আরও পড়ুনঃ ‘গোলি মারো’ কাণ্ডে জারি ধরপাকড়, গ্রেফতারি বেড়ে ৬
এবং উদ্ধার হওয়া সোনার আনুমানিক বাজার মূল্য প্রায় আড়াই কোটি টাকা। ধৃতদের এদিন শিলিগুড়ি আদালতে তোলা হলে বিচারক তাদের ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দেন। তবে এই ঘটনার সঙ্গে আর কেউ জড়িত আছে কি না তা খতিয়ে দেখছেন বিধাননগরের কেন্দ্রীয় রাজস্ব ও গোয়েন্দা দপ্তর।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584