চিকিৎসা পরিকাঠামো উন্নতির দাবিতে অনশনে যোগ আরও দুই বাসিন্দার

0
43

নিজস্ব সংবাদদাতা, আলিপুরদুয়ারঃ

hunger strike | newsfront.co
নিজস্ব চিত্র

এনআরএসের জুনিয়র চিকিৎসকদের আন্দোলনের কায়দায় চিকিৎসা পরিকাঠামোর উন্নতির দাবিতে আন্দোলন আলিপুরদুয়ারের তুরতুরিতে।

hunger strike | newsfront.co
নিজস্ব চিত্র

স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসা ব্যাবস্থার উন্নতিতে গতকাল থেকেই অনশন শুরু করেছেন দুই গ্রামবাসী।সুকুমার দাস ও পরিতোষ বিশ্বাস।

paritosh biswas | newsfront.co
পরিতোষ বিশ্বাস।নিজস্ব চিত্র
sukumar das | newsfront.co
সুকুমার দাস।নিজস্ব চিত্র

মঙ্গলবার সেই অনশনে যোগ দিলেন আরও দুই গ্রামবাসী। আন্দোলনকারিরা নাছোর জেলা স্বাস্থ্য দফতরের প্রধান মুখ্য স্বাস্থ্য আধিকারিককে অনশনস্থলে এসে আন্দোলনকারিদের সঙ্গে কথা বলতে হবে।

hunger strike | newsfront.co
নিজস্ব চিত্র

উল্লেখ,তুরতুরি হাসপাতালে স্বাস্থ্য পরিষেবা উন্নতির করার দাবিতে সোমবার সকাল থেকে আমরন অনশন শুরু করেছেন শামুকতলা থানা এলাকার দুই বাসিন্দা।

hunger strike | newsfront.co
নিজস্ব চিত্র

গত তিন দশক ধরে এলাকার সাধারণ মানুষের দাবিকে মান্যতা দিতে পারেনি স্বাস্থ্য দপ্তর।ফলে প্রায় দশটি চা বাগানের মানুষ সহ বনবস্তির লোকেদের রাতে পরিষেবার জন্য ছুটতে হয় শামুকতলা হাসপাতালে।এলাকার সাধারণ মানুষের জন্য কিছু করার জন্য লোকনাথপুরের বাসিন্দা শৈলেন্দ্র নার্জিনারি ও ধওলাঝোড়ার বাসিন্দা ভীম ছেত্রী অনশনে বসার সিদ্ধান্ত নিয়েছেন।

আরও পড়ুনঃ স্থানীয় হাসপাতালের পরিকাঠামো উন্নতির দাবিতে আমরণ অনশন

তাদের মূল দাবিগুলি হল, গর্ভবতী মায়েদের প্রসবের ব্যবস্থা করা,অক্সিজেন,সব সময় কম পক্ষে দুজন ডাক্তার,সব সময় যথেষ্ট পরিমাণে নার্স,আয়া, রোগীর জন্য কমপক্ষে ২০টি বেড এর ব্যবস্থা,দিবা রাত্রি অ্যাম্বুলেন্স পরিষেবা।

আজ সেই আমরন অনশনে যোগ দিলেন আরও দুই গ্রামবাসী।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here