গ্রামের দুই বিদ্যালয় বর্ধমানের সেরা স্কুলের স্বীকৃতি পেল

0
103

শ্যামল রায়,বর্ধমানঃ
বিভিন্ন ধরনের কর্মসূচী অনুযায়ী পূর্ব বর্ধমান জেলার প্রাথমিক মাধ্যমিক উচ্চমাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকাদের পুরস্কৃত করল জেলা প্রশাসন। জেলার প্রশাসনিক স্তরে জেলার সেরা বিদ্যালয় সেরা শিক্ষক-শিক্ষিকা তালিকায় গ্রামের বিদ্যালয়ের শিক্ষকদের নামটা উঠে এসেছে সব থেকে আগে।
জেলা প্রশাসনের তরফ থেকে বৃহস্পতিবার বর্ধমান শহরে লোকসংস্কৃতির মঞ্চে যে পুরস্কারের আয়োজন হয়েছিল সেখানে ঘোষণা হয়েছে পূর্ব বর্ধমান জেলার সেরা বিদ্যালয়ের স্বীকৃতি পেয়েছে কালনা মহকুমার পূর্বস্থলী 2 নম্বর ব্লকের অন্নদাপ্রসাদ প্রাথমিক বিদ্যালয়টি। জেলার সেরার সেরা বিদ্যালয়ের স্বীকৃতি পেয়েছে। এই বিদ্যালয়ের শিক্ষক রথীন সরকার জানিয়েছে যে তাদের বিদ্যালয় রয়েছে যথেষ্ট পরিষ্কার-পরিচ্ছন্নতা যথার্থ মিড ডে মিলের ব্যবহার রয়েছে বিভিন্ন মনিষীদের ছবি রয়েছে ফুলের বাগান রয়েছে শৌচাগার এবং স্বচ্ছ ভারত মিশন এর প্রকল্পের প্রচার সেভ  লাইফ সেভ ড্রাইভ এর প্রচার সহ বিভিন্ন ধরনের সরকারি কর্মসূচির প্রচার তাই জেলার সেরা সেরার প্রাথমিক বিদ্যালয়ের স্বীকৃতি পেয়েছে।
এছাড়াও কাটোয়া মহাকুমার শ্রীখন্ড মুসলিম প্রাথমিক বিদ্যালয় মহকুমার মধ্যে সেরা প্রাথমিক বিদ্যালয়ের স্বীকৃতি পেয়েছে। বিদ্যালয় এর শিক্ষিকা সৈয়দা সেলিনা বেগম জানিয়েছেন যে তাদের বিদ্যালয় রয়েছে যথেষ্ট পরিষ্কার-পরিচ্ছন্নতা নিয়মিত ক্লাস মিড ডে মিলে যথার্থ ব্যবহার স্কুলছুট কমানো খেলাধুলার দিকে নজর রাখা প্রভৃতি বিষয়ে আজ তাদের বিদ্যালয় অগ্রণী ভূমিকা পালন করেছে পুরস্কার পাওয়ায় তারা ভীষণভাবে খুশি বলে জানিয়েছেন।
যদিও মুসলিম অধ্যুষিত এলাকায় এই বিদ্যালয়টি অবস্থান করছে তাই এলাকার অভিভাবকদের কাছে বিদ্যালয়ে সুনাম বজায় রয়েছে।
বিদ্যালয় পরিদর্শক গোপাল চন্দ্র পাল জানিয়েছেন যে বিদ্যালয় এর মান উন্নয়নে যথেষ্ট এগিয়ে বিদ্যালয়টি। প্রসঙ্গত উল্লেখ থাকে যে স্থানীয় প্রাক্তন বিচারক নুরুলহুদা এই বিদ্যালয়ের জন্য অর্থ দান করেছিল তাই আজ বিদ্যালয় পরিকাঠামোর যথেষ্ট উন্নতি ঘটেছে তার কথা স্মরণ করেছেন বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা স্থানীয় অভিভাবক অভিভাবিকা।
এছাড়াও কাটোয়া মহকুমাশাসক সৌমেন পাল বিদ্যালয় এর সাফল্য তাই পুরস্কার পাওয়ায় তিনি ধন্যবাদ জানিয়েছেন শিক্ষিক শিক্ষিকাদের।

ফিচার ছবি সংগৃহীত।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here