মনিরুল হক, কোচবিহারঃ

আগুনে পুড়ে ভস্মীভূত হল দুটি দোকান। ঘটনাটি ঘটেছে রবিবার গভীর রাতে নাগাদ কোচবিহার শহর সংলগ্ন ঘুঘুমারী এলাকায়।ওই ঘটনায় চাঞ্চল্য ছড়ায় এলাকায়।ওই ঘটনার খবর দেওয়া হয় দমকলকে।খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে দমকলের দুটি ইঞ্জিন। প্রায় এক ঘণ্টা ধরে দুটি ইঞ্জিন চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছে দমকল কর্মীরা। জানা গেছে, প্রথমে একটি ফার্নিচারের দোকানে আগুন লাগে। সেই আগুন গিয়ে পাশের দোকানে আগুন লাগে।দুটি দোকানে প্রায় আনুমানিক কয়েক লক্ষ টাকার আসবার পত্র পুড়ে ছাই হয়েছে বলে জানা গিয়েছে।
স্থানীয় বাসিন্দাদের অভিযোগ,ওই এলাকায় দিয়ে ১১০০০ ভোল্টের তারের লাইন গিয়েছে। কিন্তু তারটা এতটাই ঝুলে গিয়েছে যে কোনো সময় বিপদ হতে পারে।এই কথা ইলেকট্রিক অফিসকে বারবার বলা স্বতেও তাতো কোনো লাভ হয় নি।সেই ১১০০০ ভোল্টের তার ওই দুটি দোকানের উপর প্রায় ছুয়ে যায় এমন অবস্থায় ছিল।কিন্তু দোকানদার কোনো ভাবে সেটা স্মরণ করতে পারেনি। অভিযোগ,ওই ১১০০০ ভোল্টের তার থেকে আজ এই দুটি দোকান ভস্মীভূত হয় গেলো।
দমকল কর্মীদের প্রাথমিক অনুমান, দোকানের ভিতরে থেকে শর্ট সার্কিট হয়ে প্রথমে একটি দোকানে আগুন লাগে।তার থেকে ওই আগুন বেরিয়ে পাশের দোকানে আগুন লাগে।
আরও পড়ুন: গঙ্গাসাগরে স্নান করতে যাওয়ার পথে মৃত মধ্যপ্রদেশের বাসিন্দা
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584