নিজস্ব সংবাদদাতা, শিলিগুড়িঃ
শনিবার শিলিগুড়ির দার্জিলিং মোড় এলাকায় অভিযান চালায় কেন্দ্রীয় রাজস্ব গোয়েন্দা দফতরের আধিকারিকরা। এরপর সেখানে একটি গাড়ি আটক করেন তাঁরা।
তল্লাশি চালিয়ে উদ্ধার হয় প্রচুর পরিমাণ সোনা। এই ঘটনায় গ্রেফতার করা হয়েছে দুজনকে। ধৃতদের নাম শ্যাম সেবা(৫০) এবং বিকি সেবা(২৯)। দুজনই জয়গাঁও এর বাসিন্দা। ধৃতরা সম্পর্কে পিতা ও পুত্র।
কেন্দ্রীয় রাজস্ব গোয়েন্দা দফতর সূত্রে জানা গিয়েছে যে ধৃতদের কাছ থেকে মোট সোনার পাঁচটি বাট উদ্ধার করা হয়। এর এক একটা এক কেজি করে।
আরও পড়ুনঃ আনুমানিক পঞ্চাশ হাজার টাকার মাদক-সহ গ্রেফতার যুবক
যার আনুমানিক বাজার মূল্য প্রায় দুই কোটি টাকা। এর পাশাপাশি আরও জানা গিয়েছে যে উদ্ধার হওয়া সোনাগুলো ভুটান থেকে শিলিগুড়ি হয়ে কলকাতার উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছিল।
তবে এই ঘটনার সঙ্গে আর কেউ জড়িত আছে কি না, তা তদন্ত করে দেখছে কেন্দ্রীয় রাজস্ব গোয়েন্দা দফতরের আধিকারিকরা। ধৃতদের এ দিন শিলিগুড়ি আদালতে তোলা হয়।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584