মনিরুল হক, কোচবিহারঃ
রাজ্য প্রাথমিক ক্রীড়া প্রতিযোগিতায় অংশ নিতে যাচ্ছে মাথাভাঙা ১ নং পঞ্চায়েত সমিতির পক্ষ থেকে ২ জন ছাত্রছাত্রী। রাজ্য প্রাথমিক ক্রীড়া প্রতিযোগিতায় অংশ নিতে কলকাতার সল্টলেক স্টেডিয়ামে যাচ্ছে তাঁরা। ওই দুইজনের মধ্যে একজনের নাম অমরজিৎ বর্মণ। সে মাথাভাঙ্গার ইচ্ছাগঞ্জ পঞ্চম পর্যায় প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র। এবং অপরজনের নাম সঞ্চিতা নাহা। সে ছাট জোরপাটকি পঞ্চম পর্যায় প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রী।

এই দুই কৃতি ৩৮ তম জেলা ক্রীড়া প্রতিযোগিতায় দীর্ঘ লম্ফন প্রতিযোগিতায় প্রথম স্থান দখল করে। এবারে তাঁরা রাজ্যস্তরে অংশ নিতে রাজ্যস্তরের প্রতিযোগিতায় অংশ নিচ্ছে। তাঁদের এই সাফল্যে খুশির পরিবার সহ বিদ্যালয়ে।
জানা গেছে, এদিন কোচবিহার থেকে কলকাতার উদ্যেশে রওনা দেয়। সেখানে ৮ দিন ধরে প্রশিক্ষণ নেবে বলে জানা গেছে। এই দলের ম্যানেজার তমাল দাসগুপ্ত জানান, গত ৬ ও ৭ ই ডিসেম্বর কোচবিহার দেওচড়াইয়ে হওয়া জেলা প্রাথমিক ক্রীড়া প্রতিযোগিতায় দীর্ঘ লম্ফনে তাঁরা প্রথম স্থান দখল করেন। আগামী ২০ ও ২১ শে ডিসেম্বর কলকাতার সল্টলেক স্টেডিয়ামে রাজ্য ক্রীড়া প্রতিযোগিতায় অংশ নেবেন। এই ব্লক থেকে রাজ্যে প্রতিযোগিতায় অংশ নেওয়ার জন্য তারা খুশি। তাদের আসা তারা রাজ্য প্রতিযোগিতায় সফল হবেন।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584