শিল্পকলার মধ্য দিয়ে ‘উড়ন্ত শিখ’কে শ্রদ্ধা জানালেন দুই শিক্ষক

0
47

নিজস্ব সংবাদদাতা, মেদিনীপুরঃ

৯১ বছর বয়সে প্রয়াত হলেন ভারতের অন্যতম সেরা অ্যাথলিট মিলখা সিং। ‘দ্যা ফ্লাইয়িং শিখ’ বা ‘উড়ন্ত শিখ’ উপাধি পাওয়া মি. সিং চারবার এশিয়ান গোল্ড মেডেল বিজয়ী হয়েছিলেন। ১৯৬০ এর রোম অলিম্পিকে চারশ মিটার দৌড়ে তিনি চতুর্থ হয়েছিলেন। ২০১৩ সালে তার জীবনী নিয়ে বলিউডে ‘ভাগ মিলখা ভাগ’ নামের চলচ্চিত্র নির্মাণ হয়েছিল।

milkha singh | newsfront.co
নিজস্ব চিত্র

মিলখা সিং-য়ের স্ত্রী নির্মল খের-যিনি নিজেও একসময় ভলিবল ক্যাপ্টেন ছিলেন- আগের সপ্তাহেই ৮৫ বছর বয়সে মারা যান। গত মাসে করোনাভাইরাসে আক্রান্ত হন মিলখা সিং। চণ্ডীগড়ের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গত শুক্রবার রাতে তাঁর মৃত্যু হয়।

two teachers | newsfront.co
কোলাজ চিত্র

প্রয়াত অ্যাথলিটের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে বিশিষ্ট ক্রীড়াবিদগন। একটু আলাদা ভাবে শ্রদ্ধা জানালেন দুই শিক্ষক। পেশাগত দিক থেকে শিক্ষক হলেও অবসর সময়ে উনারা একটু অন্যরকম শিল্প নিয়ে মেতে থাকেন।

আরও পড়ুনঃ বাংলা ব্যান্ড ক্যাকটাস ও সহযোগীদের উদ্যোগে সুন্দরবনে ত্রাণ বিতরণ

প্রিয় ও শ্রদ্ধেয় অ্যাথলিটের মৃত্যুর পর, তাঁরা শ্রদ্ধা জানালেন ভিন্নধর্মী শিল্পকলায়। পান পাতার উপর মিলখা সিং এর প্রতিকৃতি এঁকে শ্রদ্ধা জানালেন গোদাপিয়াশাল এম. জি. এম. হাই স্কুল ( উঃ মাঃ)এর সহশিক্ষক পশ্চিম মেদিনীপুর জেলার মেদিনীপুর শহরের হবিবপুরের বাসিন্দা মনিকাঞ্চন রায়।মনিকাঞ্চন বাবু শিক্ষকতার পাশাপাশি বিভিন্ন সমাজসেবা মূলক কাজে যুক্ত। অবসর সময়ে একটু ভিন্নধর্মী শিল্পকলায় নিজেকে নিযুক্ত রাখেন।

আরও পড়ুনঃ বহরমপুরে কর্মী বৈঠক দিলীপ ঘোষের 

অপর একজন পশ্চিম মেদিনীপুর জেলার মেদিনীপুর সদরের এলাহিয়া হাই মাদ্রাসা (উঃ মাঃ) এর শিক্ষক তথা মেদিনীপুর শহরের রবীন্দ্রনগরের বাসিন্দা নরসিংহ দাস কালোজিরে দিয়ে প্রতিকৃতি এঁকে শ্রদ্ধা জানান। দুজনেই তাঁদের আঁকা প্রতিকৃতি সমাজ মাধ্যমে পোস্ট করেন। শুভানুধ্যায়ীরা তাঁদের সেই পোস্টে মিলখা সিংকে শ্রদ্ধা জানানোর পাশাপাশি উনাদের শিল্পকর্মকে কুর্নিশ জানিয়েছেন।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here