এগরার আক্রান্ত দুইজনকে পাঠানো হলো বেলেঘাটা আইডিতে

0
34

নিজস্ব সংবাদদাতা, পূর্ব মেদিনীপুরঃ

বর্তমানে করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা ধীরে ধীরে ঊর্ধ্বমুখী হচ্ছে গোটা দেশজুড়ে। কিন্তু বর্তমান স্বাস্থ্য দফতর থেকে কড়া নির্দেশ দেয়া হয়েছে বাড়ির মধ্যে নিজেকে আবদ্ধ রাখলে এই সংক্রমণের হাত থেকে অনেকটাই রক্ষা পাওয়া যাবে। শুধু তাই নয়, প্রয়োজনে বাড়ির বাইরে বেরোলে বাজার ঘাট করার সময় সমদূরত্ব বজায় রাখতে হবে।

belaghata ID | newsfront.co
নিজস্ব চিত্র

ইতিমধ্যেই পূর্ব মেদিনীপুর জেলার এগরার দুজনের শরীরে করোনা সংক্রমণ ধরা পড়েছে।জেলাশাসক পার্থ ঘোষ এই খবর জানিয়েছেন, সম্প্রতি তারা একটি বিয়ে বাড়িতে নিমন্ত্রিত ছিলেন। করোনা আক্রান্ত সন্দেহে ১৩ জনের রক্তের নমুনা বেলেঘাটা আইডি হাসপাতালে পাঠানো হয়েছিল। তারমধ্যে অন্য ১১ জনের রিপোর্ট নেগেটিভ এসেছে।

two victims | newsfront.co
বেলেঘাটা আইডির পথে। নিজস্ব চিত্র

আরও পড়ুনঃ কাটোয়া হেমরাজ ব্লাড ব্যাংকে রক্তের সংকট,এগিয়ে এলেন দাতারা

তিনি জানান, আমন্ত্রিতদের মধ্যে ৪৭২ জনকে হোম কোয়ারেন্টাইনে পাঠানো হয়েছে। ২৭ জনকে আইসোলেশন কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। আক্রান্ত দুজনকে রবিবার বেলেঘাটা আইডি হাসপাতালে পাঠানো হয়েছে।

corona suspected | newsfront.co
নিজস্ব চিত্র

জীবাণুমুক্ত করার জন্য এগরা শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে জীবাণুনাশক স্প্রে করছে দমকল দফতর। শুধু তাই নয় ব্লক স্বাস্থ্য কেন্দ্র থেকে শুরু করে স্থানীয় আশা কর্মীরা সাধারণ মানুষকে সচেতন করছে। সমদূরত্ব বজায় রাখার আর এই সময় বাড়ি থেকে না বেরোনোর।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here