জৈদুল সেখ, জীবন্তি, কান্দী:
উদয়চাঁদপুর হাইস্কুল দীর্ঘ পথ অতিক্রম করে পা রাখলো 50 বছরে অর্থাৎ সুবর্ণ জয়ন্তী।
সেই উপলক্ষ্যে গতকাল শুরু হয়েছিল প্রভাতফেরি! জীবন্তি বাজার সহ এলাকার বিভিন্ন স্থানে ভ্রমন করে এই স্কুলের ঐতিহ্য কে তুলে ধরা হয়। অংশগ্রহণ করেছিল ছাত্র ছাত্রী থেকে এলাকার অসংখ্য মানুষ।
আজ কুড়ি তারিখ সুবর্ণ জয়ন্তী উপলক্ষ্যে শুরু হলো বর্নাঢ্য অনুষ্ঠান। উদয়চাঁদপুর হাইস্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক কুনাল সরকার মহাশয় প্রথমে পতাকা উত্তোলন করেন এবং সহকারী বিদ্যালয় পরিদর্শক সেলিম মহম্মদ সালে মহাশয় প্রদীপ জ্বালিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা করেন।
এছাড়াও উপস্থিত ছিলেন জেলা মাধ্যমিক বিদ্যালয় পরিদর্শক শীমতি পূরবী দে বিশ্বাস।
ছিলেন প্রাক্তন প্রধান শিক্ষক আব্দুল হামিদ মহাশয়, এছাড়াও অনেক প্রাক্তন ছাত্র ছাত্রী ও এলাকার বিশিষ্ট ব্যক্তি।
সাহিত্য কে ছড়িয়ে দিতে প্রতিধ্বনি নামে একটি পত্রিকা প্রাকাশ করেন প্রাক্তন বাংলা শিক্ষক ও লেখক রফিউজ্জামান মহাশয়। কবিতা আবৃত্তি, নাটক, বক্তৃতাসহ বিভিন্ন অনুষ্ঠান কর্মসূচি গ্রহণ করা হয়।
আগামী কাল থাকছে আরো অনেক অনুষ্ঠান কর্মসূচি।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584