ওয়েবডেস্কঃ
হায়দ্রাবাদে ১২৭ জনকে আধার কর্তৃপক্ষ ভারতীয় নাগরিকত্ব প্রমাণের নোটিশ ধরানোর ঘটনায় বেধেছে তীব্র বিতর্ক।
যদিও আধার কর্তৃপক্ষ ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়া(UIAI)এই নোটিশকে কোনোভাবেই নাগরিকত্ব প্রমাণের নোটিশ হিসেবে মানতে নারাজ।
ঘটনা প্রকাশ্যে আসে যখন সোশ্যাল মিডিয়ায় ৪০ বছর বয়সী অটোরিকশা চালক মোঃ সাত্তার খানের নোটিশ ভাইরাল হয়। সেই নোটিশে তাকে আধার কর্তৃপক্ষ ২০ই ফেব্রুয়ারির মধ্যে “ভারতীয় নাগরিকত্বের প্রমাণ স্বরূপ প্রয়োজনীয় অরিজিনাল নথিপত্র নিয়ে” দেখা করার নির্দেশ দেয়।
আধার কর্তৃপক্ষ সেই নোটিশের মাধ্যমে আরও প্রমাণ হিসেবে জানতে চায়, “আর আপনি যদি ইন্ডিয়ান ন্যাশনাল না হন তাহলে প্রমাণ করতে হবে যে আপনি ইন্ডিয়ান টেরিটোরিতে আইনগত ভাবে প্রবেশ করেছেন এবং আপনার ভারতে অবস্থান আইনগতভাবে সঠিক।”
তবে ইউআইডিএআই কর্তৃপক্ষ পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছে যে ওই ১২৭ জন ভুল তথ্য দিয়ে আধার সংগ্রহ করেছে এবং তারা বেআইনি অনুপ্রবেশকারী। আধার কর্তৃপক্ষ আরও জানিয়েছে যে রাজ্য পুলিশের কাছ থেকে পাওয়া তথ্য অনুযায়ী ওই ১২৭ জনের আধার কার্ড পাওয়ার অধিকার নেই। তারা বেআইনিভাবে ভারতে বসবাস করছে। আইন উদ্ধৃত করে আধার কর্তৃপক্ষ জানিয়েছে যে তারা যদি সঠিক তথ্য না দিতে পারে তাদের আধার নম্বর বাতিল করা হবে। সে শুনানির জন্য প্রথমে তাদেরকে হায়দ্রাবাদে অবস্থিত আধার অফিসে ২০ ফেব্রুয়ারি ডাকা হয়েছিল। কিন্তু পরে সেটা পরিবর্তন করে মে মাসে করা হয়েছে। আধার কর্তৃপক্ষের দাবি যাতে সংশ্লিষ্ট ১২৭ জন তাদের বিভিন্ন নথি ঠিকঠাক জোগাড় করতে পারে তার জন্য শুনানির তারিখ পিছোনো হয়েছে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584