আরও একবছর বিনামূল্যে রেশনের দাবিতে জাতীয় প্রতিবাদ দিবস পালন

0
67

নিজস্ব সংবাদদাত, দক্ষিণ দিনাজপুরঃ

‘ক্ষুধার কোনও ধর্ম নেই। জাত ধর্ম বাদ দে, ভুখা পেটে ভাত দে’ এই ইস্যুটিকে সামনে রেখে “খাদ্য ও কাজের অধিকার অভিযান, পশ্চিমবঙ্গ” জাতীয় অভিযানের সাথে মিলিত হয়ে, তৎকালীন ‘প্রধানমন্ত্রী গরীব কল্যাণ অন্ন যোজনা’র সম্প্রসারণ ও গণ বিতরণ বণ্টন ব্যবস্থার প্রয়োজনীয়তার কথা তুলে ধরতে উজ্জীবন সোসাইটির উদ্যোগে দক্ষিণ দিনাজপুর জেলায় আজ জাতীয় প্রতিবাদ দিবসে সারাদিন নানান ধরণের কর্মসূচী পালিত হয়েছে।

members protesting | newsfront.co
নিজস্ব চিত্র

খাদ্য সুরক্ষা ব্যবস্থা রক্ষার্থে আজ ২২ ডিসেম্বর, ২০২০ জাতীয় প্রতিবাদ দিবসে সারা রাজ্যের বিভিন্ন সংগঠনের সঙ্গে শামিল হয়ে উজ্জীবন সোসাইটি আজ হিলি ব্লকে পথসভার আয়োজন করেন। কোভিড ১৯, এর কারণে এই অতিমারির সময়ে সরকারী সকল নির্দেশ মেনে খুব ছোট্ট পরিসরে জাতীয় প্রতিবাদ দিবসে অংশগ্রহণ করেছেন সোসাইটির সদস্য, শুভানুধ্যায়ী এবং কর্মীবৃন্দ।

আরও পড়ুনঃ রাস্তার ধুলো ঘরে ঢুকে অসুস্থ হচ্ছে গৃহবাসীরা, বিক্ষোভ ফরাক্কার নিশিন্দ্রায়

দক্ষিণ দিনাজপুর জেলার হিলি ব্লকের তিওড়ে ৫১২ নং জাতীয় সড়কের ধারে সংগঠনের সদস্যরা মানব বন্ধন কর্মসূচী পালন করেন। পাশাপাশি সকল দরিদ্র কৃষক, শ্রমিক এবং মজুরদের জন্য বিনামূল্যে আগামী এক বছর রেশন বিতরণ, এমজিএনআরইজিএ-র জব কার্ডধারী সকল কর্মীদের জন্য ২০০দিনের কাজের দাবিতে এবং সকলের জন্য গণ বণ্টন ব্যবস্থা অবিলম্বে চালুর করার দাবি নিয়ে পদযাত্রার আয়োজন করা হয়। খাদ্য ও কাজের দাবিতে এই সংগঠনের কর্মীবৃন্দ এলাকার বিভিন্ন জায়গায় পোষ্টার লাগিয়ে, লিফ্লেট বিলি করে তারা তাদের এইসব দাবি জানান ।

উজ্জীবন সোসাইটির সম্পাদক সূরজ দাশ জানান,”গ্লোবাল হাঙ্গার ইন্ডেক্সের তথ্য অনুযায়ী দেশের দারিদ্র্যতার পরিমাণে ১০৭টি দেশের মধ্যে ভারতের স্থান ৯৪ তম। অথচ আমাদের দেশের গুদামগুলি ১৫১১ লক্ষ মেট্রিক টন খাদ্যশস্যের ভারে উপচে পড়ছে।

আরও পড়ুনঃ বিজেপির বিজয়া সম্মিলনীতে ডাক পায়নি বৈশাখী, অনুপস্থিত শোভন

দুর্ভাগ্যের বিষয়, আমাদের দেশের অর্থমন্ত্রীর ঘোষিত সাম্প্রতিক আত্মনির্ভর – ৩ প্যাকেজেও খাদ্যসুরক্ষা নিয়ে কোনো ব্যবস্থা গ্রহণের কথা উল্লেখ করা হয়নি। আমরা খাদ্য ও কাজের অধিকার অভিযান পশ্চিমবঙ্গ ও বিভিন্ন সাথী সংগঠনের পক্ষ থেকে দাবি জানাচ্ছি – আগামী আরও এক বছর বিনামূল্যে রেশন প্রদান, সকলের জন্য রেশন চালু, কার্ডবিহীন মানুষদের রেশন কার্ডের ব্যবস্থা করতে হবে।” আজকের এই কার্যক্রমে উপস্থিত ছিলেন সংগঠনের সদস্যরা।

আরও পড়ুনঃ মাথাভাঙায় বিজেপি-তৃণমূল সংঘর্ষে বোমাবাজি, গুলিবিদ্ধ ১

সংগঠনের সভাপতি অমল চন্দ্র মণ্ডল বলেন, “গত ৯ নভেম্বর ২০২০ তারিখে আমাদের উজ্জীবন সোসাইটির পক্ষ থেকে মাননীয় শ্রীপীযূষ গোয়েল, মিনিস্টার ওফ কনজুমার আফেয়ার্স, ফুড অ্যান্ড পাবলিক ডিস্ট্রিবিউসন, ভারত সরকারকে ই-মেল মারফত আমরা দাবি জানিয়েছি ‘প্রধানমন্ত্রী গরীব কল্যাণ অন্ন যোজনা’র সম্প্রসারণ ও সকলের জন্য গণ বণ্টন ব্যবস্থা সুনিশ্চিত করবার জন্য ।

পাশাপাশি মাননীয় শ্রী জ্যোতিপ্রিয় মল্লিক, খাদ্যমন্ত্রী পশ্চিমবঙ্গ সরকার, দক্ষিণ দিনাজপুরের জেলাশাসককেও আমাদের দাবি সনদ ই-মেল মারফত জানানো হয়েছে ।”

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here