ঘাতক করোনার নয়া স্ট্রেন, ব্রিটেনে ফের লকডাউন ঘোষণা প্রধানমন্ত্রী বরিস জনসনের

0
59

নিজস্ব সংবাদদাতা, ওয়েব ডেস্কঃ

ব্রিটেনে সম্প্রতি হদিশ মিলেছে করোনার নয়া স্ট্রেনের। এর পর থেকেই আতঙ্কে ভুগছে ব্রিটেন। বহু মানুষের শরীরে পাওয়া গিয়েছে এই স্ট্রেন। পরিস্থিতির গুরুত্ব বুঝে সোমবার নতুন করে ব্রিটেনে লকডাউন ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী বরিস জনসন।

boris johnson | newsfront.co
বরিস জনসন। ফাইল চিত্র

করোনার দাপট রুখতে এই পদক্ষেপ করেছে ব্রিটিশ সরকার। জনসন জানিয়েছেন, করোনাভাইরাসের নয়া স্ট্রেন দ্রুতগতিতে ছড়াচ্ছে। আর এই সংক্রমণের গতি রুখতে দ্রুত পদক্ষেপ প্রয়োজন ছিল। সোমবার দেশবাসীর উদ্দেশে ভাষণে বরিস জনসন বলেন, “আমি আজ এই কারণে আপনাদের উদ্দেশে বলছি, আমাদের হাসপাতালগুলি অতিমারীর প্রকোপ শুরু হওয়ার পর নতুন করে অনেক বেশি চাপের মধ্যে রয়েছে।

আরও পড়ুনঃ পাকিস্তানে ১১ খনি শ্রমিক হত্যায় দায় স্বীকার আইএসের

এতদিন এই ধরনের চাপ ছিল না। তাই দেশজুড়ে লকডাউনই উচিত পদক্ষেপ। গোটা দেশ যখন অতিরিক্ত চাপের মধ্যে রয়েছে তাতে এটা স্পষ্ট যে আমাদের আরও সময় দরকার নয়া এই স্ট্রেনকে কাবু করার জন্য। সরকার আবার আপনাদের আবেদন করছে, দয়া করে ঘরে থাকুন। জাতীয় লকডাউন করা হচ্ছে।”

আরও পড়ুনঃ যুক্তরাষ্ট্রে ৩০ বছর কারাগারে কাটিয়ে ইসরায়েলে ফিরলেন গোয়েন্দা জনাথন পোলার্ড

তিনি আরও জানিয়েছেন যে, আজ, মঙ্গলবার থেকে স্কুল-কলেজ থেকে শুরু অফিস-কাছারি সব বন্ধ থাকবে। শুধুমাত্র নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দোকান এবং অন্যান্য জরুরি পরিষেবা চালু থাকবে। ফেব্রুয়ারির মাঝামাঝি পর্যন্ত ব্রিটেনে এই লকডাউন জারি থাকবে। তবে এই সময়ের মধ্যে টিকাকরণের কাজ থেমে থাকবে না।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here