চুয়াল্লিশ শহীদের তালিকায় উলুবেড়িয়ার বাবলা সাঁতরা, শোকস্তব্ধ পরিবার

0
1403

নিউজফ্রন্ট ব্যুরোঃ

পুলওয়ামায় জঙ্গি হামলায় শহীদের সংখ্যা বেড়ে দাঁড়াল ৪৪ এ। তাঁদের মধ্যে ৪২ জনের নামের তালিকা প্রকাশ করা হয়েছে। এদের মধ্যে রয়েছেন উলুবেড়িয়ার বাবলা সাঁতরা। গত সন্ধ্যায় খবর পৌঁছাতেই কান্নায় ভেঙে পড়ে তাঁর পরিবার।

প্রকাশিত ৪২ শহীদের তালিকাঃ-

১.জয়মালা সিং ২.নাসির আহমেদ ৩.সুখবিন্দর সিং ৪.রোহিতাস লাম্বা ৫.তিলক রাজ ৬.ভগীরথ সিং
৭.বীরেন্দ্র সিং ৮.অভদেশ কুমার যাদব ৯.নীতিন সিং রাঠোর ১০.রতন কুমার ঠাকুর ১১.সুরেন্দ্র যাদব ১২.সঞ্জয় কুমার সিং ১৩.রামভাকিল ১৪.ধরমচন্দ্র ১৫. বেলকার থাকা ১৬.শ্যামবাবু ১৭.অজিত কুমার আজাদ ১৮.প্রদীপ সিং
১৯.সঞ্জয় রাজপুত ২০.কৌশল কুমার রাওয়াত ২১.জিৎ রাম ২২.অমিত কুমার ২৩.বিজয় কুমার মরিয়া ২৪.কুলবিন্দর সিং ২৫.বিজয় সোরেং ২৬. বসন্ত কুমার ভি ভি  ২৭.গুরু এইচ ২৮.শুভম অনিরং জি ২৯.অমর কুমার ৩০.অজয় কুমার ৩১.মনিন্দর সিং ৩২.রমেশ যাদব ৩৩.প্রশানা কুমার সাহু ৩৪.হেম রাজ মীনা ৩৫.বাবলা সাঁতরা ৩৬.অস্বীনি কুমার কচি ৩৭.প্রদীপ কুমার ৩৮.সুধীর কুমার বানসাল ৩৯.রবিনদর সিং ৪০.এম বাসুমাতারি ৪১.মহেশ কুমার ও ৪২.এন এল গুর্জর।

উপরের তালিকার অন্তর্ভুক্ত উলুবেড়িয়ার চককাশির বাসিন্দা বাবলা সাঁতরা  বছর চারেকের এক কণ্যা সন্তান রেখে শহীদ হলেন।বুধবারেরও স্ত্রীর সঙ্গে কথা হয় তাঁর। তাঁর মৃত্যুর কথা সিআরপিএফের তরফে প্রথমে ফোন করে দেওয়া হয়।পরে মৃত জওয়ানদের তালিকায় পরিবারের একমাত্র প্রধান উপার্জনকারীর নাম দেখে শোকস্তব্ধ হয়ে যায় পরিবারের সদস্যরা। বাকরুদ্ধ হয়ে যায় তাঁর স্ত্রী। এলাকায় নেমে আসে শোকের ছায়া।

 

 

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here