অনির্বাণ দে,নিউজফ্রন্ট:
সাদা কাশফুলে ভরে গেছে নদীর পাড়। শেষ ভাদ্রের পচা গরমে শরীর প্যাচে প্যাচে কিন্তু মন ফুরফুরে উচাটন,আর তো মাত্র কটা দিন মা আসছে। আকাশে বাতাসে ভাসছে আগমনীর সুর।চারিদিকে সাজো সাজো রব। বিদেশ বিভুয়ে থাকা বাড়ির লোক ফিরছে দেশে। এ যেন এক মহা মিলন সম্মেলন, আর এই উৎসব মুখরিত হয় যাঁদের তৈরী দেবী প্রতিমায় চুড়ান্ত ব্যস্ত তারাও।পশ্চিমবঙ্গ বঙ্গের অনান্য সদর শহরের মতো বহরমপুরেও থিম পুজোর বাহুল্যের পাশাপাশি আছে ছোট ছোট বারোয়ারি পুজো।গঙ্গার তীরবর্তী গান্ধী কলোনির পাশেই আছে বেশ কয়েকটি কুমোরটুলী,সেখানকার শিল্পীরাও ব্যাস্ত দেবীর আগমন নিয়ে।
মৃন্ময়ী মূর্তি শিল্পীর হাতের ছোঁয়ায় প্রাণময় হয়ে উঠছে, ধীরে ধীরে। নিউজ ফ্রন্টের প্রতিবেদক হিসাবে সেখানে গিয়ে কথা বলতে চাইলে শিল্পী বিনয়ের সঙ্গে জানালেন পরে আসুন না এখন সময় নেই।শিল্পীর ছোট্ট ছেলেটিও তুলি হাতে ব্যাস্ত।কটা জমা হয়েছে জিজ্ঞাসা করতেই হেসে জানালো এখনো হয়নি,কাজ হোক তারপর যাবো।
আছে দুঃখ,আছে কষ্ট কিন্তু তারও মাঝে উমা আসে বাপের বাড়ি।দেবীর আগমনে প্রস্তুতি তুঙ্গে।সব ভুলে এমন আনন্দ উৎসব বিশ্বে বিরল হয়তো।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584