নিজস্ব প্রতিবেদন, নিউজ ফ্রন্টঃ
করোনার দ্বিতীয় ঢেউয়ের অভিঘাতে বিপর্যস্ত হয়েছিল গোটা দেশ। তবে মৃত্যুর সংখ্যায় উত্তরপ্রদেশ, মহারাষ্ট্র ও দিল্লি সহ কয়েকটি রাজ্যে ছিল সবথেকে বেশি। কোভিডের চিকিৎসায় সবথেকে বেশি গাফিলতি দেখা গিয়েছিল উত্তরপ্রদেশে।

এবার যোগী রাজ্যের এক মর্মান্তিক ঘটনার কথা সামনে এল। মেরঠের লালা লাজপত রাই মেমোরিয়াল মেডিক্যাল কলেজে চিকিৎসককে ১৫ হাজার টাকা ঘুষ দিতে না পারায় কোভিডে মৃত ব্যক্তির দেহ দেওয়া হল না পরিবারের হাতে। ৭৫ দিন ধরে হাসপাতালের মর্গে পড়ে রইলো দেহ।
একটি জাতীয় স্তরের সংবাদমাধ্যমে প্রকাশিত হয় এই মর্মান্তিক ঘটনার কথা। সংবাদ মাধ্যমের প্রতিবেদনে বলা হয়, ১০ এপ্রিল বাস্তি-র বাসিন্দা নরেশ নামে এক ব্যক্তি করোনা আক্রান্ত হলে তাঁকে প্রথমে হাপুরে নিয়ে যাওয়া হয়। তারপর মেরঠের লালা লাজপত রাই মেমোরিয়াল মেডিক্যাল কলেজে ভর্তি করা হয়। হাসপাতালেই ১৫ এপ্রিল মারা যান তিনি। খবর পেয়ে তার স্ত্রী গুড়িয়া মৃতদেহ নিতে গেলে চিকিৎসক ১৫ হাজার টাকা ঘুষ চান এবং তা দেওয়ার সামর্থ্য ছিল না তাঁর। এরপর থেকেই দেহ পড়ে থাকে হাসপাতালের মর্গে।
আরও পড়ুনঃ সোমবার লকডাউন ভেঙে কলকাতা পুরসভা ঘেরাও, বিক্ষোভের পরিকল্পনা বিজেপির
এই ঘটনা প্রকাশ্যে আসাতে স্বাভাবিক ভাবেই বিপাকে যোগী প্রশাসন। জানা গিয়েছে এরপরেই তড়িঘড়ি মৃতদেহ সৎকার করে হাপুর প্রশাসন। যদিও প্রশাসনের তরফে সম্পূর্ণ অস্বীকার করা হয়েছে ঘুষ চাওয়ার ঘটনার কথা, তাঁরা জানান পরিবারের লোকেই মৃতদেহ নিতে আসেননি। তবে এই ঘটনায় বেশ বিপাকে পড়েছে যোগী প্রশাসন।
আরও পড়ুনঃ রজ:স্বলা মহিলাদের কোভিড টিকা না নেওয়ার পরামর্শ, তিনটি জেলা থেকে অভিযোগ
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584