নিজস্ব সংবাদদাতা, মুর্শিদাবাদঃ
মুর্শিদাবাদ জেলার কান্দি পৌরবাসীর জন্য প্রায় ১২ বছর আগে বহরমপুরের সংসদ অধীর রঞ্জন চৌধুরীর উদ্যোগে পরিশুদ্ধ পানীয় জলের জন্য গঙ্গাজল প্রকল্পের সূচনা হয়, চোর মহুলার গঙ্গা থেকে কান্দি পর্যন্ত প্রায় সমস্ত কাজ সম্পূর্ণ হলেও এখনো পর্যন্ত কান্দিবাসী পরিশুদ্ধ গঙ্গা জল না পাওয়ায় কার্যত জল ঘোলা হয়েছে কান্দির রাজনীতিতে।
বহরমপুরের সাংসদ অধীর রঞ্জন চৌধুরী দাবি করেন, কংগ্রেসের আমলে জল প্রকল্পের কাজ হলেও তৃণমূল জামানায় সেই কাজ থমকে রয়েছে তৃণমূল নেতাদের দুর্নীতির কারণে যার ফলে কার্যত পরিশুদ্ধ পানীয় জল থেকে বঞ্চিত হচ্ছে কান্দির আম জনতা। কান্দি পৌরসভার তৎকালীন পৌরপিতা তথা বর্তমান বিজেপি নেতা গৌতম রায় বলেন, কাজ কেনো থমকে রয়েছে তা বুঝে উঠতে পারছি না। অবিলম্বে কাজ চালু করার দাবি জানান তিনি।
অন্যদিকে কান্দি শহর মন্ডল বিজেপি সভানেত্রী বিনীতা রায় জানান, ১২ বছর ধরে শুনে আসছি কান্দিতে গঙ্গাজল আসবে কিন্তু বাস্তবে কবে আসবে বুঝে উঠতে পারছি না। সব অভিযোগকে কার্যত অস্বীকার করে কান্দি পৌরসভার পৌরপ্রশাসক দেবাশিষ চ্যাটার্জী বলেন, গঙ্গাজল প্রকল্প খুব দ্রুত চালু হবে কিছু পরিকল্পনার ত্রুটি ছিল, সেই সব ত্রুটি কাটিয়ে আবার কাজ চালু হয়েছে খুব দ্রুত কান্দির সাধারণ মানুষ পরিশুদ্ধ পানীয় জল অর্থাৎ গঙ্গাজল পাবেন।
আরও পড়ুনঃ ২৪-এ বিজেপিকে ঠেকাতে তৃণমূলের সঙ্গে জোটেও আপত্তি নেই লিবারেশন নেতা দীপঙ্কর ভট্টাচার্যের
১২ বছর পর এতদিনে কংগ্রেস বা বিজেপি গঙ্গাজল নিয়ে পুরসভা ভোটের আগে ঘোলা জলে মাছ ধরতে নেমেছেন বলে বিজেপি ও কংগ্রেসকে কটাক্ষ করেন কান্দি পৌরসভার পৌরপ্রশাসক দেবাশিষ চ্যাটার্জী। সব মিলিয়ে আজও কান্দি পৌরবাসী পরিশুদ্ধ পানীয় গঙ্গাজলের আশায় রয়েছে। রাজনৈতিক টানাপোড়েনের মধ্যে কান্দিবাসী আদৌ কি শুদ্ধ পানীয় গঙ্গাজল পাবে কিনা সেটাই এখন দেখার বিষয়।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584