নিজস্ব সংবাদদাতা,দক্ষিণ দিনাজপুরঃ
খেলতে এসে দক্ষিণ দিনাজপুর জেলার খুদে ক্রিকেটারদের কোন অসুবিধা হচ্ছে কিনা সে বিষয়ে খোঁজ নিলেন বাংলার প্রাক্তন ক্রিকেটার তথা পশ্চিমবঙ্গ সরকারের ক্রীড়া প্রতিমন্ত্রী লক্ষ্মী রতন শুক্লা।শুক্রবার হাওড়ার ডুমরজলা ময়দানে ছিল অনূর্ধ্ব ১৪ বৎসর আন্তঃজেলা ক্রিকেট টুর্নামেন্টের ম্যাচ।
এদিনের ম্যাচে হাওড়ার ডুমুরজলা ময়দানে হাওড়া জেলা দলের বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করতে মাঠে নেমেছিল দক্ষিণ দিনাজপুর জেলার অনুর্দ্ধ ১৪ ক্রিকেট দল। এদিন খেলার মধ্যাহ্ন ভোজের সময়ে হাওড়ার ডুমুরজলা ময়দানে আসেন বাংলার প্রাক্তন ক্রিকেটার তথা পশ্চিমবঙ্গ সরকারের ক্রীড়া প্রতিমন্ত্রী লক্ষী রতন শুক্লা।এরপর তিনি টুর্নামেন্টের উদ্যোক্তাদের সাথে কথা বলার পাশাপাশি দক্ষিণ দিনাজপুর জেলার অনুর্দ্ধ ১৪ ক্রিকেট দলের কোচ বিপিন রায়-এর সঙ্গে কথা বলেন এবং খেলতে আসা দক্ষিণ দিনাজপুর জেলার অনুর্দ্ধ ১৪ ক্রিকেট দলের খেলোয়াড়দের কোন অসুবিধা হচ্ছে কিনা তা তিনি জানতে চান। খুদে ক্রিকেটারদের কোন অসুবিধা হচ্ছে না এই উত্তর কোচের মুখ থেকে শোনার পর তিনি সন্তোষ প্রকাশ করেন।এরপর তিনি উদ্যোক্তাদের সাথেও কথা বলেন।
বাংলা ক্রিকেটের প্রাক্তন তারকা তথা পশ্চিমবঙ্গ সরকারের ক্রীড়া প্রতিমন্ত্রীর সরজমিনে খুদে ক্রিকেটারদের সুবিধা এবং অসুবিধার কথা জানতে চাওয়া এদিনের এই ঘটনায় তথা আন্তরিক ব্যবহারচারিতায় খুদে ক্রিকেটারদের পাশাপাশি খুশি দক্ষিণ দিনাজপুর জেলার ক্রিকেট মহল।
আরও পড়ুনঃ চা বাগানে প্রশাসনিক অনুষ্ঠানে শ্রমিকদের ত্রিপল ও মশারি প্রদান
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584