নিজস্ব সংবাদদাতা, উত্তর ২৪ পরগনাঃ
অর্ধদগ্ধ মাথা থেঁতলানো এক যুবকের মৃতদেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়াল নিমতায়। ঘটনাটি নিমতা থানা এলাকার ফতুল্লাপুরের।
পুলিশ জানিয়েছে, কল্যাণী এক্সপ্রেসওয়ের পাশে পাঁচিল ঘেরা জমির মধ্য থেকে উদ্ধার করা হয়েছে একটি মৃত দেহ।মৃত যুবকের নাম শেখ জসিম(৩৫)। পেশায় টিন-লোহার ছাঁটের কারবারী।

সূত্রের খবর, জসিম বুধবার সন্ধ্যার পর থেকে নিখোঁজ ছিলেন। রাতেই মৃতের স্ত্রী নিমতা থানায় নিখোঁজের ডায়েরি করেছিলেন। বৃহস্পতিবার সকালে মৃতের স্ত্রী জানতে পারেন বাড়ির কাছের জমিতে একটি আধপোড়া দেহ পড়ে রয়েছে। খবর পেয়েই সেখানে ছুটে যান মৃতের স্ত্রী। স্বামীর জুতো দেখে দেহ সনাক্ত করেন।
আরও পড়ুনঃ নিম্ন মানের সামগ্রী দিয়ে বিমানবন্দর নির্মাণে প্রশাসনের দিকে আঙুল এলাকাবাসীর
জসিমের স্ত্রী জানিয়েছেন, টাকা আদায়ের জন্য সন্ধ্যায় বাড়ি থেকে বেরিয়েছিলেন জসিম। তারপর থেকে ওর কোনও খোঁজ মেলেনি। খবর পেয়ে ঘটনাস্থলে আসে নিমতা থানার পুলিশ। দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠায়।
ঘটনার তদন্তে নেমে পুলিশ বারুদ নামে একজনকে গ্রেফতার করে। জানা গিয়েছে, গতকাল রাতে জসিম ও বারুদ একসঙ্গে মদ্যপান করেছিলেন।
সেখানেই টাকাপয়সা নিয়ে নিজেদের মধ্যে ঝামেলা হয় তাদের। তবে ধৃতকে জেরা করে আরও তথ্য জানার চেষ্টা করছে পুলিশ। অনুমান, প্রমাণ লোপাটের জন্যই জসিমের দেহ পুড়িয়ে দেওয়া হয়েছে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584