Union Budget2022: লাইভ আপডেট

0
190

নিজস্ব প্রতিবেদন, নিউজ ফ্রন্টঃ

মন্ত্রীসভার অনুমোদনের পরে সংসদে বাজেট পেশ শুরু করলেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। প্রথমেই করোনা অতিমারিতে যারা অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন তাঁদের প্রতি সহানুভূতি প্রকাশ করলেন অর্থমন্ত্রী।

বাজেটের মূল বিষয়গুলিঃ 

  • আয়করে ছাড় পেনশনারদের। বিশেষ ভাবে সক্ষমদের জন্য করছাড়ের পরিমাণ বাড়ছে। ডিজিটাল সম্পত্তির লেনদেনে ৩০ শতাংশ আয়কর।
  • আপডেট রিটার্ন ফাইলঃ ভুল সংশোধন করে ২ বছরের মধ্যে এই আপডেট রিটার্ন ফাইল করতে পারবেন করদাতারা। প্রত্যক্ষ কর ব্যবস্থার সংস্কার করা হবে বলে ঘোষণা করলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সিতারামন।
  • জাতীয় পেনশন প্রকল্পে করছাড় বেড়ে হল ১৪ শতাংশ, সারচার্জ কমলো কো-অপারেটিভগুলির, সারচার্জ ১২ শতাংশ থেকে কমে হল ৭ শতাংশ।
  • বিদ্যুৎ সাশ্রয়ে জোর দিতে সৌরবিদ্যুতে ১৯ হাজার ৫০০ কোটি টাকা আর্থিক বরাদ্দের ঘোষণা। বিদ্যুৎ সাশ্রয়ে অত্যাধুনিক পরিকাঠামোয় জোর দিচ্ছে কেন্দ্র। দেশে আরো ৪ টি কোল গ্যাস পাইলট প্রকল্প চালু হবে।
  • করোনা অতিমারিতে ছোটদের পড়াশোনায় বিপুল ক্ষতি হয়েছে তা মেনে নিল সরকার। সেই ক্ষতি সামলাতে বিশেষ টিভি চ্যানেল আনা হচ্ছে। প্রথম থেকে দ্বাদশ শ্রেণির পড়ুয়াদের জন্য এই টিভি চ্যানেলে নানা শিক্ষামূলক অনুষ্ঠান দেখানো হবে।
  • ৮টি ভাষায় জমি রেকর্ডের নথি রাখা হবে। সমস্ত সরকারি ক্রয়ের জন্য অনলাইন ই-বিল-এর সুবিধা থাকবে।
  • এমএসএমই ক্ষেত্রে ১০ লক্ষ ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায়ী ঋণের সুবিধা পাবেন।
  • ডিজিটাল মুদ্রা প্রসঙ্গে বড় সিদ্ধান্ত বাজেটে। আরবিআই-এর অধীনে ডিজিটাল মুদ্রা চালু করা হবে। ক্রিপ্টোকারেন্সির মতই ব্লকচেন পদ্ধতিতে এই ডিজিটাল মুদ্রা লেনদেনের তথ্য রাখা হবে।
  • বিশেষ অর্থনৈতিক অঞ্চল (SEZ)-এর জন্য নতুন আইন আনার কথা বলা হয়েছে।
  • ৫জি মোবাইল পরিষেবা চালু করা হবে ২০২২-২৩ এর মধ্যে। ২০২৫ সালের মধ্যে সব গ্রামে অপটিক্যাল ফাইবারের পরিকল্পনা।
  • ন্যূনতম সহায়ক মূল্যের অধীনে(MSP) ফসল কেনার জন্য বরাদ্দ করা হচ্ছে ২লক্ষ ৩৭ হাজার কোটি টাকা।
  • ‘ই-পাসপোর্ট’ ইস্যু করা হবে ২০২২-২৩ অর্থবর্ষে। বাড়ানো হবে‘গ্রিন ক্লিয়ারেন্স’ পোর্টালের পরিধি, উচ্চ-পর্যায়ের কমিটি তৈরি করা হবে নগর পরিকল্পনার জন্য।
  • ডিজিটাল স্বাস্থ্য পরিকাঠামোয় জোর দিচ্ছে সরকার। ২ লক্ষ অঙ্গনওয়াড়ি কেন্দ্রের উন্নয়নের কথা ঘোষণা করা হয়েছে। করোনা অতিমারিতে মানসিক স্বাস্থ্যের সমস্যা বৃদ্ধি পেয়েছে। এ জন্য দেশজুড়ে ২৩টি ডিজিটাল স্বাস্থ্য ন্যাশনাল টেলিমেন্টাল হেলথ সেন্টার তৈরি হবে।
  • সারা দেশের দেড় লক্ষ পোস্ট অফিসকে কোর ব্যঙ্কিংয়ে যুক্ত করার পরিকল্পনা নেওয়া হয়েছে। চলতি বছরেই দেশজুড়ে চালু করা হবে অনলাইনে পোস্ট অফিস বা ই-পোস্ট অফিস। বিশেষভাবে সীমান্তবর্তী গ্রামগুলির জন্য এই প্রকল্প চালু করা হচ্ছে। গ্রামের পরিকাঠামো উন্নয়নেও বিশেষ জোর দেওয়া হচ্ছে।
  • প্রধানমন্ত্রী আবাস যোজনার অধীনে ২০২২-২৪ সময়কালের জন্য বরাদ্দ ৬০ হাজার কোটি টাকা। প্রধানমন্ত্রী আবাস যোজনায় ২০২২-২৩-এ ৮০ লক্ষ পরিবার বাড়ি পাবেন। তা বাস্তবায়ন করা হবে রাজ্য সরকারগুলির সঙ্গে যৌথভাবে।
  • দেশে তৈলবীজ উৎপাদন বাড়ানোর উপর বিশেষ জোর দেওয়ার কথা বলা হল বাজেটে। তার জন্য কৃষকদের ৭ লক্ষ কোটি টাকা ন্যূনতম সহায়ক মূল্য দেওয়া হবে।
  • গাঙ্গেয় উপত্যকা এলাকায় রাসায়নিক বিহীন প্রাকৃতিক চাষে জোর দেওয়া হবে। বিশেষ গুরুত্ব দেওয়া হবে মিলেট চাষে। এমএসএমই-স্কিমে ২ লক্ষ কোটি বাড়তি বরাদ্দ ঘোষণা।
  • সেচ ও পানীয় জলের জন্য ৪৪ হাজার কোটি টাকার প্রকল্প। কৃষির আধুনিকীকরণে জোর দেওয়ার কথা বলা হয়েছে বাজেটে। ২.৩৭ লক্ষ কোটি টাকার এমএসপি-র ঘোষণা।
  • ৩ কোটি ৮০ লক্ষ পরিবারের কাছে কলের জল পৌঁছে দিতে বরাদ্দ ৬০ হাজার কোটি টাকা।
  • ক্ষুদ্র ও মাঝারি শিল্পকে উৎসাহ দিতে ২লক্ষ ৭৩ হাজার কোটি টাকার প্রকল্প নেওয়া হয়েছে ঘোষণা অর্থমন্ত্রীর। পার্বত্য অঞ্চলে ৬০ কিমি দীর্ঘ ৮টি জাতীয় রোপওয়ে চালুর পরিকল্পনা।
  • দেশের অর্থনীতির উন্নয়নে ডিজিটাল ইকোনমিতে জোর। অর্থমন্ত্রী জানান, ২০২১-২২ এর বাজেট লগ্নিতে গতি এনেছে। আর্থিক বৃদ্ধির লক্ষ্যমাত্রা ৯.২ শতাংশ। পিএম গতিশক্তি মাস্টার প্ল্যানের লক্ষ্য উন্নয়ন। সাত ইঞ্জিনে ভর করে এগোবে পিএম গতিশক্তি।
  • ৪০০ টি নতুন ‘বন্দে-ভারত’ ট্রেন চালু করা হবে। দেশের আর্থিক বৃদ্ধি অব্যাহত রাখতে ‘পিএম গতিশক্তি’ মাস্টার প্ল্যান নিয়ে আসছে কেন্দ্র। পরিকাঠামো নির্মাণে জোর দেওয়ার উদ্দেশ্যেই ‘পিএম গতিশক্তি’ মাস্টার প্ল্যান। পরিকাঠামো নির্মাণে ২০ হাজার কোটি টাকা বিনিয়োগ করা হবে, বাজেটে ঘোষণা অর্থমন্ত্রী নির্মলা সিতারামনের।
  • আগামী পাঁচ বছরে ৬০ লক্ষ কর্মসংস্থান হবে, ঘোষণা করলেন অর্থমন্ত্রী। জানালেন, শীঘ্রই বাজারে আসছে জীবনবিমা নিগমের আইপিও।
নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here