নিজস্ব সংবাদদাতা, ওয়েব ডেস্কঃ
গত বছর অক্টোবর মাসে একটি বেসরকারি টিভি চ্যানেলে সাক্ষাৎকার দিতে গিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ অভিযোগ তোলেন যে পশ্চিমবঙ্গে জেলায় জেলায় বোমা তৈরির কারখানা রয়েছে, কার্যত বারুদের স্তূপের ওপরে দাঁড়িয়ে রয়েছে রাজ্য।
Breaking:
In Oct, Home Minister @AmitShah gave an interview to CNN News18 where he claimed "there are bomb-making factories in every district of West Bengal".
So, I filed a 4-point RTI seeking the source of Home Minister's comments.
And this is where it gets shocking.
(1/5) pic.twitter.com/fxz0VEzh9u
— Saket Gokhale (@SaketGokhale) March 9, 2021
সাকেত গোখলে নামে এক ব্যক্তি তথ্যের অধিকার আইনে এই বিষয়ের সত্যতা জানতে চান কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের কাছে, সুনির্দিষ্ট চারটি প্রশ্ন ছিল গোখলের,
১) বাংলার বোমা কারখানাগুলি যেগুলির কথা অমিত শাহ উল্লেখ করেছেন তাঁর বক্তব্যে, সেগুলির তালিকা স্বরাষ্ট্র দপ্তরের কাছে আছে কিনা?
২) স্বরাষ্ট্রমন্ত্রক বিষয়টি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে জানিয়েছে কিনা?
৩) কোন অফিসিয়াল তথ্যের ওপর ভিত্তি করে অমিত শাহ এই মন্তব্য করেছেন কিনা?
৪) এইসব বোমা তৈরির কারখানার তালিকা কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের তরফ থেকে পশ্চিমবঙ্গ সরকারকে বা পশ্চিমবঙ্গ পুলিশকে জানানো হয়েছে কিনা?
রাজ্যের মন্ত্রী ব্রাত্য বসু মঙ্গলবার এক সাংবাদিক সম্মেলন করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের এই বক্তব্য এবং আরটিআই প্রসঙ্গে। সেখানে তিনি জানিয়েছেন, আরটিআই ফাইল করার ঠিক পরেই মার্চ মাসে সাকেতকে ডেকে পাঠান কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের এক উচ্চপদস্থ আধিকারিক এবং জানানো হয় পশ্চিমবঙ্গের বোমা তৈরির কারখানা বিষয়ে কোনো তথ্য দেওয়া নিষিদ্ধ। এরপরে সাকেত বাধ্য হয়ে স্বরাষ্ট্রমন্ত্রককে আইনি নোটিশ পাঠান।
আরও পড়ুনঃ ১.১৫ লক্ষ কোটি টাকার অনাদায়ী ঋণের হিসাব মুছে দিল ব্যাংক, জানাল কেন্দ্র
অবশেষে ৩ মার্চ আরটিআই এর উত্তরে লিখিতভাবে স্বরাষ্ট্র দপ্তর জানিয়েছে যে, পশ্চিমবঙ্গে বোমা তৈরির কারখানা রয়েছে বিষয়টি সম্পর্কে তাদের দপ্তরের কোন ধারণা নেই তাছাড়া আইন শৃঙ্খলা একেবারেই রাজ্যের বিষয়, আর তাছাড়া আইন শৃঙ্খলা বা সন্ত্রাসবাদী কোন কার্যকলাপ সম্পর্কে উত্তর সংশ্লিষ্ট রাজ্যের পুলিশই দিতে পারে, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক নয়।
আরও পড়ুনঃ পাঁচ রাজ্যে নির্বাচনের আগে ইলেক্টরাল বন্ড স্কীমে স্থগিতাদেশের আর্জি এডিআর-এর
এরপরেই সাকেত গোখলে সোশ্যাল মিডিয়ায় গোটা বিষয়টি লেখেন। তাঁর টুইটার হ্যান্ডেলে তিনি স্বরাষ্ট্রমন্ত্রকের সেই চিঠির প্রতিলিপিও দিয়েছেন। গোখলে দাবি করেছেন শুধুমাত্র পশ্চিমবঙ্গের ভাবমূর্তি কালিমালিপ্ত করতে ও ভোটে ফায়দা তুলতে ইচ্ছে করেই অমিত শাহ এই মিথ্যে কথাগুলি বলছেন।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584