নিজস্ব সংবাদদাতা, পূর্ব মেদিনীপুরঃ
বর্তমানে গোটা বিশ্বের অন্যতম নাম এই নোভেল করোনা ভাইরাস। আর এই ভাইরাসের প্রভাবে ইতিমধ্যে গোটা দেশে লক ডাউনের সময় সীমা বৃদ্ধি করা হয়েছে। যার ফলে সরকারের তরফ থেকে সাধারণ মানুষকে ঘর বন্দি থেকে, করোনা নিয়ে সচেতন হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
কিন্তু জেলার বিভিন্ন জায়গায় দেখা যাচ্ছে এই নির্দেশকে অমান্য করে একাংশ মানুষ অকারণে রাস্তায় ঘোরাঘুরি করছে। যার ফলে সরকারি নির্দেশকে বুড়ো আঙুল দেখিয়ে করোনা সংক্রমিত হওয়ার সম্ভাবনা একটা থেকেই যাচ্ছে। তাই এই ধরনের পথচলতি সাধারণ মানুষদের এবার সচেতন করতে এক অভিনব উদ্যোগ গ্রহণ করল পূর্ব মেদিনীপুর জেলার মেচেদার বন্ধুরা।
আরও পড়ুনঃ লকডাউনের মেয়াদ বাড়ানোয় দুঃস্থদের খাদ্য সামগ্রী বিতরণ রাজ্যসভার সাংসদের
আর এদের পাশে সহযোগিতা করতে এগিয়ে এল কোলাঘাট থানা ও শান্তিপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান। বৃহস্পতিবার তারা মেচেদার বিভিন্ন প্রান্তে পথ চলতি মানুষদের হাতে গোলাপ ফুল দিয়ে করোনা নিয়ে সচেতন করেন। এছাড়াও রাস্তায় না বেরোনোর জন্য পথ যাত্রীদের কাছে অনুরোধও রাখেন তারা।
ইতিমধ্যে সরকারের তরফ থেকে নির্দেশিকায় সাধারণ মানুষকে ঘর বন্দি থাকার নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়াও পূর্ব মেদিনীপুর জেলাতে করোনা পজেটিভ বেশ কিছু আক্রান্ত রোগীর খোঁজ পাওয়া গিয়েছে। তাই তার পরিপেক্ষিতে কেন্দ্র সরকার রাজ্যের বেশ কয়েকটি জেলার সঙ্গে পূর্ব মেদিনীপুর জেলাকেও হটস্পট বলে ঘোষণা করেছেন। কিন্তু তা মানছেই বা কে? বাজার হাট, দোকান এবং চায়ের দোকান খোলা থাকায়, সেখানে অবাঞ্ছিত ভিড় দেখা যাচ্ছে। যা সংক্রমন বেড়ে যাওয়ার অন্যতম কারণ।
আরও পড়ুনঃ লকডাউন চললেও প্রভাব নেই গুসকরায়, স্বাভাবিক ছন্দেই চলছে জনজীবন
তাই এই সমস্ত মানুষদের সচেতন করতে অভিনব গান্ধী গিরি পদ্ধতি বেছে নিল মেচেদার বন্ধুরা। তাই স্থানীয় কয়েকজন বন্ধু মিলে, নিজেরা সরকারি নির্দেশ মেনে মুখে মাস্ক পরে পথ চলতি মানুষদের সচেতন করতে থাকে। এ ছাড়াও মেচেদা থার্মাল গেট, মেচেদা সেন্ট্রাল বাস স্ট্যান্ড সহ বিভিন্ন এলাকায় তারা বৃহস্পতিবার ঘুরে ঘুরে পথচলতি মানুষদের হাতে গোলাপ দিয়ে সচেতন করেন। তাদের সাথে সচেতন করতে এগিয়ে এল কোলাঘাট থানার পুলিশ আধিকারিক শান্তিময় নন্দী ও শান্তিপুর এক নাম্বার গ্রাম পঞ্চায়েত এর প্রধান সেক সেলিম আলিও।
পথ চলতি মানুষ থেকে শুরু করে বাইক আরোহী, বাস ও গাড়ি চালকদের হাতে গোলাপ ফুল দিয়ে করোনা সংক্রমন ঠেকাতে সচেতনতা বার্তা দেন তারা। এর পাশাপাশি তারা একটাই আবেদন করেন যে খুব প্রয়োজন ছাড়া বাড়ির বাইরে কেউ বের হবেন না। বাড়িতে থাকুন, সুস্থ থাকুন। আর সরকারি ও স্বাস্থ্য দফতরের নিয়ম মেনে চলুন। বন্ধুদের এই ধরনের উদ্যোগে সাধুবাদ জানিয়েছে স্থানীয় শান্তিপুর ১ পঞ্চায়েতের প্রধান শেখ সেলিম আলী ও কোলাঘাট থানার এএসআই শান্তিময় নন্দী।
এমনকি মেচেদার বন্ধুরা শুধু পথ চলতি মানুষকে সচেতন করেই থেমে থাকেননি। এর পাশাপাশি তারা লকডাউন শুরুর দিন থেকে দু বেলা রান্না করা খাওয়ার খাইয়ে আসছেন এলাকার ভবঘুরে ও মেছেদা সেন্ট্রাল বাস স্ট্যান্ড এ আটকে থাকা যাত্রী এবং এলাকার সারমেয়দেরও।
এছাড়াও এই লকডাউনে কোন মুমূর্ষু রোগীর রক্তের অভাবে মৃত্যু না হয়, সেজন্য তারা রক্তদান শিবিরেরও আয়োজন করেছেন। তবে সব মিলিয়ে বলা চলে মেচেদার এই বন্ধুদের উদ্যোগে এখন অভিভূত সকলে। যদিও এ বিষয়ে কোলাঘাট থানার এএসআই শান্তিময় নন্দী বলেন, “এটাই বন্ধুত্বের নজির। মানুষ সচেতন হোক এটাই আমরা চাই”।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584