সজিবুল ইসলাম, মুর্শিদাবাদঃ
বৃহস্পতিবার মুর্শিদাবাদের রানীনগরের নবিপুর এলাকায় এক ব্যক্তির অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্য ছড়ায় এলাকা জুড়ে। মৃতের নাম আস্তম দাস (৩০)। প্রাথমিক ভাবে অনুমান নেশার টাকা না পেয়ে আত্মঘাতী হয়েছেন আস্তম। পরিবার সূত্রে জানা যায়, ১২ বছর আগে বিয়ে হয় আস্তমের। তখন সমস্যা না থাকলেও পরবর্তীতে ধীরে ধীরে নেশার দিকে আকৃষ্ট হয় ঐ যুবক। প্রতিদিনিই মদ্যপান করে বাড়ি ফিরতেন ঐ যুবক। এই কারণে ৬ বছর আগে বাবার বাড়ি চলে যান আস্তমের স্ত্রী। তাঁদের দুই সন্তান ও আছে। তাতেও নেশার কবল থেকে বেরোতে পারেননি আস্তম।
সম্ভবত মানসিক অবসাদেও ভুগছিলেন তিনি। পরিবারের সদস্যরা জানিয়েছেন মাঝে মধ্যেই আত্মহত্যা করার কথা বলত আস্তম। হঠাৎ বুধবার এলাকার এক গ্রামে গান শুনতে যান তিনি। সেখানেও মদ্যপান করেন। বাড়ি ফিরেই সেই রাতে মানসিক অবসাদে বাড়ির পাশেই কাঁঠাল গাছে গলাই ফাঁস লাগানো অবস্থায় তাঁকে দেখতে পান পরিবারের লোকজন। তখনই সেখান থেকে তাঁকে উদ্ধার করে গোধনপাড়া গ্রামীন হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাঁকে মৃত বলে ঘোষনা করেন। খবর পেয়ে হাসপাতাল থেকে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠায় রানী নগর থানার পুলিশ।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584