নিজস্ব সংবাদদাতা,দার্জিলিংঃ
বুধবার শিলিগুড়ির ফাঁসিদেওয়া ব্লকে এক ব্যক্তির অস্বাভাবিক মৃত্যুর ঘটনা ঘটল। মৃত ব্যক্তির নাম জীতেন মিঞ্চ(৩৭)।
জানা গিয়েছে, জীতেন ও তার স্ত্রীর মধ্যেই প্রায়শই ঝগড়া লাগত। মঙ্গলবার রাতেও ঝগড়া বাধে দুজনের মধ্যে। এরপর হাতাহাতি হয়। হাতাহাতিতে জীতেন মাটিতে লুটিয়ে পড়ে। এরপর এদিন সকালে যখন জীতেনের স্ত্রী তাকে ডাকতে যান, তখন কোন সাড়া শব্দ না মেলায় তড়িঘড়ি জীতেনের স্ত্রী তার দিদিকে ডাকেন। এরপর স্থানীয়রা খবর দেন পুলিশকে।
আরও পড়ুনঃ মাদারিহাটে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে হাতির মৃত্যু
এই ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে যায় বিধাননগর থানার পুলিশ। পুলিশ মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে পাঠায়।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, ওই ব্যক্তির শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। তবে কীভাবে মৃত্যু হল তা ময়নাতদন্তের পরেই জানা যাবে। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে বিধাননগর থানার পুলিশ।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584