নিজস্ব প্রতিবেদন, নিউজ ফ্রন্টঃ
উত্তরপ্রদেশ মহিলা কমিশনের এক সদস্যা বলেন, মেয়েদের ধর্ষিত হওয়ার প্রধান কারণ স্মার্টফোন, তাদের ফোন দেওয়া উচিতই নয়। আলীগড় জেলার মহিলাদের সম্পর্কিত অভিযোগের শুনানির সময় এই মন্তব্য করেন মহিলা কমিশনের সদস্যা মীনা কুমারী। তিনি বলেন, ‘মেয়েদের মোবাইল ফোন দেওয়া উচিত নয়!তারা ঘন্টার পর ঘন্টা ফোনে ছেলেদের সাথে কথা বলে এবং পরে তাদের সাথে পালিয়ে যায়। এমনকি তাদের ফোন চেকও করা হয় না এবং পরিবারের সদস্যরা এই বিষয়গুলি সম্পর্কে অসচেতন থাকে,’। এমনই বিতর্কিত মন্তব্য করেন উত্তরপ্রদেশ মহিলা কমিশনের সদস্যা মীনা কুমারী।
মীনা কুমারী বলেন, নারীদের বিরুদ্ধে ক্রমবর্ধমান অপরাধ সম্পর্কে সমাজকে নিজেই সচেতন হতে হবে। পিতা-মাতা, বিশেষত মায়েদের একটি বড় দায়িত্ব রয়েছে। তাদের কন্যাদের নজরদারি করা উচিত। তিনি আরও বলেন, “সমস্ত মায়েদের এটা বড় দায়িত্ব। আজ যদি তাদের মেয়েরা দায়িত্বজ্ঞানহীন হয় তবে তার জন্য দায়ী মায়েরাই।” ইতিমধ্যেই এই মন্তব্যের জেরে নেটমাধ্যমে শুরু হয়েছে বিতর্ক।
আরও পড়ুনঃ টাকা তোলার নিয়মে বদল আনল এসবিআই, পরিবর্তন চেকবইয়ের দামেও
এই বিষয়ে কমিশনের ভাইস চেয়ারপার্সন অঞ্জু চৌধুরী জানান, “এই মন্তব্য সম্পূর্ন যুক্তিহীন। মোবাইল ফোন ছিনিয়ে নেওয়াই যৌন সহিংসতা অবসানের কোনও সমাধান নয়।”
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584