কবিয়াল নয়, এবার শাশ্বত-শ্রাবন্তীর নতুন জুটি নিয়ে আসছে ‘ছবিয়াল’

0
454

মোহনা বিশ্বাস, কলকাতাঃ

একজন ফোটোগ্রাফারের গল্প নিয়ে আসছে ‘ছবিয়াল’। সম্প্রতি প্রকাশ্যে এসেছে মানস বসু পরিচালিত ছবি ‘ছবিয়াল’এর ট্রেলার। এদিন কলকাতার এক অভিজাত রেস্তোরাঁয় লঞ্চ হল এই ছবির ট্রেলার ও গান।

upcoming bengali movie chobiyal coming | newsfront.co
ছবিঃ প্রতিবেদক

ছবির গল্প একজন ফোটোগ্রাফারকে কেন্দ্রে রেখে। সে শ্মশানে ছবি তোলে। অর্থাৎ শ্মশানে আসার পর মৃত ব্যক্তির শেষ ছবি ওই ফোটোগ্রাফারই তোলে।

upcoming bengali movie chobiyal coming | newsfront.co
ছবিঃ প্রতিবেদক
chobiyal | newsfront.co
ছবিঃ প্রতিবেদক

ছবি তোলাই তার জীবন। সেই ফোটোগ্রাফার হাবুলের গুরু কনক দা বিয়েবাড়ির ছবি তুলত। কনক দা এক মহিলাকে ভালোবাসত কিন্তু সে তাকে ছেড়ে চলে যায়। এই ঘটনার পর ওই হাবুলেরও মহিলাদের প্রতি একটা ভুল ধারণা জন্মায়। এহেন অবস্থায় তার জীবনেও প্রেম আসে। একদিন শ্মশানেই আসে এক জমিদার গিন্নি, যাকে দেখে তার প্রতি আকৃষ্ট হয় হাবুল। এক দেখাতেই ভালোবেসে ফেলে সে জমিদার গিন্নি লাবণ্যকে।

আরও পড়ুনঃ নাতি-ঠাম্মার আদুরে পাঁচফোড়ন ‘রান্নাবান্না’তে

chobiyal | newsfront.co
ছবিঃ প্রতিবেদক
chobiyal | newsfront.co
ছবিঃ প্রতিবেদক

ফোটোগ্রাফার হাবুলের চরিত্রে শাশ্বত চট্টোপাধ্যায় ও সুন্দরী জমিদার গিন্নির ভূমিকায় রয়েছেন শ্রাবন্তী চট্টোপাধ্যায়। যতদিন যায় লাবণ্যও হাবুলের প্রেমে পড়ে। তারপর একসাথে শ্মশানের কাছেই স্টুডিওতে থাকতে শুরু করে হাবুল ও লাবণ্য।

আরও পড়ুনঃ ধরা পড়লেন টলিপাড়ার নতুন প্রেমিক জুটি

chobiyal | newsfront.co
ছবিঃ প্রতিবেদক

হাবুলের সহকারী-সহ অন্যান্য বন্ধুরা তার নব নির্মিত পরিবার দেখে অবাক হয়ে যায়। এরপর এক সময় হাবুল তার ফোটোগ্রাফির কাজও ছেড়ে দিয়েছিল।

chobiyal | newsfront.co
ছবিঃ প্রতিবেদক

হাবুলের পরিবার, বন্ধু-বান্ধব পাগল হয়ে গেছে ভেবে হাবুলকে মানসিক ভারসাম্যহীনদের হাসপাতালে ভর্তি করে দেয়। তারপর সে বাড়িও ফিরে আসে। ছবির ট্রেলারে এমনই কিছু দৃশ্য উঠে এসেছে। কিন্তু কী ভাবে লাবণ্যর প্রতি হাবুলের আবেগ এতটা বাড়ল? সেটাই চমক। এক বিচিত্র প্রেমের গল্প বলবে ‘ছবিয়াল’। ছবির ট্রেলারটিও সাসপেন্সে মোড়া। ছবিটিকে একটি রোমান্টিক থ্রিলারও বলা যেতে পারে।

আরও পড়ুনঃ ‘ব্রহ্মা জানেন গোপন কম্মটি’-তে ইমনের এক ঝলক

chobiyal | newsfront.co
ছবিঃ প্রতিবেদক
chobiyal | newsfront.co
ছবিঃ প্রতিবেদক

‘ছবিয়াল’-এর গল্প লিখেছেন ইন্দ্রনীল বক্সী। ছবিতে সংগীত পরিচালনা করছেন মেঘ ব্যানার্জি। ছবিতে মোট তিনটি গান আছে। এর মধ্যে একটি রবীন্দ্র সঙ্গীত। জয়িতা বিশ্বাসের কণ্ঠে শোনা যাবে রবীন্দ্র সঙ্গীতটি। বাকি দুটি গান শোনা যাবে সুজয় ও রূপঙ্কর বাগচীর কণ্ঠে।

chobiyal | newsfront.co
ছবিঃ প্রতিবেদক

ছবিতে শাশ্বত ও শ্রাবন্তী ছাড়াও অভিনয় করছেন জয়জিৎ বন্দ্যোপাধ্যায়। হাবুলের বন্ধুর চরিত্রে অভিনয় করেছেন তিনি। ছবিতে ছোট হাবুলের চরিত্রে রয়েছে সৌমিল দত্ত। বড়পর্দায় শাশ্বত-শ্রাবন্তীর নতুন জুটি কতটা মানুষের মন জয় করবে তা জানা যাবে ছবিটি মুক্তির পর। শীঘ্রই বড়পর্দায় মুক্তি পাবে মানস বসু পরিচালিত ছবি ‘ছবিয়াল’।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here