নবনীতা দত্তগুপ্ত, বিনোদন ডেস্কঃ
অভিনেত্রী মানসী সিনহা, নাট্য ব্যক্তিত্ব মানসী সিনহা, উদারমনা এবং হাসিখুশি মানসী সিনহার সঙ্গে যুক্ত হলো আরও একটি তকমা- ‘পরিচালক মানসী সিনহা’।
আজ্ঞে হ্যাঁ, যাঁর উপস্থিতি পর্দায় হাসির তুফান তোলে কখনও আবার তাঁর সিরিয়াস চরিত্র মানুষকে তাক লাগিয়ে দেয় সেই মানসী সিনহা এবার ছবির পরিচালনায়। ছবির নাম ‘এটা আমাদের গল্প’।
আরও পড়ুনঃ ‘এপ্রিল ফার্স্ট’এই মিলবে চার গল্প
সূত্রের খবর অনুযায়ী ছবিটি সম্পর্কের, ভালোবাসার। মুখ্য দুই চরিত্রে অভিনয় করছেন শাশ্বত চট্টোপাধ্যায় এবং অপরাজিতা আঢ্য।
এই প্রথম জুটি বাঁধতে চলেছেন তাঁরা। রয়েছেন কনীনিকা বন্দ্যোপাধ্যায়, খরাজ মুখোপাধ্যায়, সোহাগ সেন প্রমুখ। চিত্রনাট্য লিখেছেন দেবপ্রতিম দাশগুপ্ত।
মানসী সিনহাকে সম্প্রতি ‘ব্রহ্মা জানেন গোপন কম্মটি’ ছবিতে জ্যোতিষীর চরিত্রে পেয়েছেন দর্শক। শাশ্বত চট্টোপাধ্যায় এই মুহূর্তে বেশ ব্যস্ত।
আরও পড়ুনঃ অ্যামাজন প্রাইম ভিডিও-তে এবার দক্ষিণ কোরিয়ান ছবি ‘প্যারাসাইট’
ছবিয়াল, রহস্যময় সহ আরও কিছু কাজ নিয়ে বেশ ব্যস্ত তিনি। পাশাপাশি ‘এটা আমাদের গল্প’ আরেক সংযোজন। কনীনিকা মা হওয়ার পর বেশ কিছুদিনের ব্রেক নিয়ে ফিরলেন আবার।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584