মোহনা বিশ্বাস, কলকাতাঃ
অবশেষে জট কাটল। উচ্চ প্রাথমিকের ইন্টারভিউয়ের দিনক্ষণ ঘোষণা করল স্কুল সার্ভিস কমিশন। সোমবার থেকে শুরু হচ্ছে উচ্চ প্রাথমিকের ইন্টারভিউ প্রক্রিয়া। সূত্রের খবর, দু’দফায় এই ইন্টারভিউ নেওয়া হবে। সেইমতোই ডাকা হবে চাকরি প্রার্থীদের। প্রথম দফায় সাড়ে ৯টা থেকে ইন্টারভিউ শুরু হবে এবং দ্বিতীয় দফায় বেলা ১ টা ৩০ মিনিট থেকে ইন্টারভিউ নেওয়া হবে।
কমিশন সূত্রে খবর, সোমবার থেকে বিধাননগর মিউনিসিপ্যাল স্কুলে ইন্টারভিউ প্রক্রিয়া শুরু হয়ে যাবে। চলবে আগামী ৪ অগাস্ট পর্যন্ত। মোট ২৮টি টেবিলে ইন্টারভিউ নেওয়া হবে। ১৪ হাজার ৩৩৯টি শূন্যপদের জন্য এই ইন্টারভিউ চলবে। এর জন্য ইন্টারভিউয়ে ১৫ হাজার ৪০৬ জনকে ডাকা হয়েছে।
আরও পড়ুনঃ নতুন ক্রেডিট কার্ড ইস্যুতে আরবিআইয়ের কোর্টেই বল ঠেলে দিল HDFC
সবরকম করোনা বিধি মেনেই সোমবার থেকে এই বহু প্রতীক্ষিত ইন্টারভিউ পর্ব শুরু করতে চায় স্কুল সার্ভিস কমিশন। সে কারণেই ইন্টারভিউ পর্বকে দুটো ভাগে ভাগ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সময় ভাগ করে প্রার্থীদের ডাকা হলে ভিড় অনেকটাই এড়ানো সম্ভব হবে। পাশাপাশি সুষ্ঠুভাবে উচ্চ প্রাথমিকে শিক্ষক নিয়োগের গোটা ইন্টারভিউ পর্ব আয়োজন করতেও সুবিধা হবে।
আরও পড়ুনঃ বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমারের বিরুদ্ধে অভিযোগ দায়ের আইএএস অফিসারের
উল্লেখ্য, পুজোর মধ্যেই এ রাজ্যে উচ্চ প্রাথমিকে ১৪ হাজার শিক্ষক নিয়োগ হওয়ার কথা ঘোষণা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। হাইকোর্টের একবার স্থগিতাদেশের জেরে ইতিমধ্যেই কয়েকদিন পিছিয়ে গিয়েছে গোটা ইন্টারভিউ প্রক্রিয়া। সেই মামলা এখনও হাইকোর্টের ডিভিশন বেঞ্চে বিচারাধীন থাকলেও আগামীকাল সোমবার থেকে ইন্টারভিউ নেওয়া শুরু করে দেবে কমিশন।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584