অযোধ্যার রামমন্দিরের আদলে ট্যাবলো, সেরার শিরোপা উত্তরপ্রদেশের মাথায়

0
80

নিজস্ব সংবাদদাতা, ওয়েব ডেস্কঃ

এবার সেরার শিরোপা পেল উত্তরপ্রদেশ। অযোধ্যার রামমন্দিরের আদলে সাজানো রাজ্যের সাংস্কৃতিক ট্যাবলো প্রজাতন্ত্র দিবসে দিল্লির রাজপথে কুচকাওয়াজে চমক দিয়েছিল। সেটা নিয়ে সবমহলেই মিশ্র প্রতিক্রিয়া ছিল। বৃহস্পতিবার সেই ট্যাবলোকেই সেরা হিসাবে বেছে নিল কেন্দ্রীয় সংস্কৃতি মন্ত্রক। আর এই শিরোপা পেয়ে উত্তরপ্রদেশ সরকার সিদ্ধান্ত নিয়েছে, দিল্লি থেকে লখনউ পর্যন্ত রাস্তা দিয়ে নিয়ে আসা হবে এই ট্যাবলো। যাতে বিভিন্ন জেলার মানুষ এর ঝলক পান।

ajodhya | newsfront.co

রাজ্যের তথ্য অধিকর্তা শিশির জানিয়েছেন, দিল্লিতে রাষ্ট্রীয় রঙ্গশালা ক্যাম্পে ট্রফি এবং সার্টিফিকেট প্রদান করেন কেন্দ্রীয় মন্ত্রী কিরেন রিজিজু। এই নিয়ে পরপর দুবার প্রজাতন্ত্র দিবসে ট্যাবলোর জন্য পুরস্কার পেল উত্তরপ্রদেশ। গত বছর দ্বিতীয় হয়েছিল রাজ্যের ট্যাবলো। এবছর সেরার শিরোপা পেয়েছে।

আরও পড়ুনঃ সাংবাদিকদের বিরুদ্ধে এফআইআর, প্রতিবাদে সরব মমতা, এডিটর্স গিল্ড

অযোধ্যার রামমন্দির ছাড়াও ঋষি বাল্মীকি রামায়ণ রচনা করছেন সেটা দেখানো হয়েছিল ম্যুরালের মাধ্যমে। পুরস্কার পাওয়ার পর মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথই সিদ্ধান্ত নেন, ওই ট্যাবলোটি দিল্লি থেকে সড়কপথে লখনউ নিয়ে আসা হবে। তবে জানা গিয়েছে, প্রজাতন্ত্র দিবসের প্যারেডের পর ট্যাবলো কিছুটা ক্ষতিগ্রস্ত হয়েছে।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here