পিয়ালী দাস, বীরভূমঃ
ইতিহাসে প্রথমবারের মতো করোনাভাইরাস আতঙ্কে সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে প্রশাসনের পক্ষ থেকে এবার পাথরচাপুরির দাতা বাবা মেহেবুব শাহ ওয়ালী(রঃআঃ) পবিত্র ঊরুস মোবারক উপলক্ষে মেলা বন্ধ ঘোষণা করা হল। মঙ্গলবার বীরভূমের সিউড়িতে উচ্চ পর্যায়ের বৈঠকে মেলা বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়।
মেলা বন্ধ হলেও ধর্মীয় আচার-অনুষ্ঠান নিয়ম মত হবে বলেই জানানো হয়েছে। জেলা পরিষদের কার্যালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হয়। উপস্থিত ছিলেন পাথরচাপুরি উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান তথা বিধায়ক মঈনউদ্দিন শামস, বিধায়ক আব্দুর রহমান লিটন, জেলাশাসক মৌমিতা গোধারা, জেলা পুলিশ সুপার শ্যাম সিং, জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক হিমাদ্রি আরি, জেলা পরিষদের পরামর্শদাতা অভিজিৎ সিনহা, পাথরচাপুরি উন্নয়ন পর্ষদের সদস্য কাজী ফরজুউদ্দিন সহ বিভিন্ন আধিকারিকরা।
১২৮তম পাথরচাপুরির পবিত্র ঊরুস মোবারক উপলক্ষে মেলা বন্ধ ঘোষণা করা হলো। আগামী ২৩ শে মার্চ এই মেলার উদ্বোধন হতো। এদিন জেলা প্রশাসন, স্বাস্থ্য দপ্তর, পুলিশ,পাথরচাপুরি উন্নয়ন পরিষদ, এবং পাথরচাপুরি মেলা কমিটি এদিন বৈঠকে মিলিত হয় সেখানেই মেলা বন্ধ রাখার সিদ্ধান্ত ঘোষণা করা হয়।
এর আগে ১২৭ বছরের ইতিহাসে কোনদিন এই মেলা বন্ধ হয়নি প্রথমবারের মতো এই বছর করোনাভাইরাস আতঙ্কে সেই সিদ্ধান্ত নেওয়া হলো। যদিও দাতাবাবা মেহেবুব শাহের ঊরুষ মোবারকের ধর্মীয় আচার অনুষ্ঠান নিয়মমতো হবে। এর আগে সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে শান্তিনিকেতনের বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের বসন্ত উৎসব বাতিল হয়।
আরও পড়ুনঃ করোনা সতর্কতায় পৃথক টিকিট, ওষুধ কাউন্টার কোচবিহার হাসপাতালে
এবারও দেশ বিদেশের প্রায় কয়েক লক্ষাধিক ধর্ম প্রান জাতি,বর্ন, ধর্ম মানুষ উপস্থিত হবেন বলে অনুমান করা হয়েছিল। ইতিমধ্যেই মেলার বিভিন্ন স্টল বসতেও শুরু করেছিল।
করোনা ভাইরাস আতঙ্কে মেলা বন্ধ ঘোষণা হওয়ায় হতাশ স্থানীয় মানুষজন থেকে পাথরচাপুরি মাজার এলাকার ব্যবসায়ীরা। কারণ সারা বছর সেরকম পুণ্যার্থী না এলেও ওই কদিন যে মানুষ জন উপস্থিত হন তাতে ভালো রকম কারবার হয় ব্যবসায়ীদের।
কিভাবে সেই ক্ষতি পূরণ হবে সে নিয়ে চিন্তিত তারা। যদিও মেলা বন্ধের সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন তারা। মেলা বন্ধ হলেও ২৪ শে মার্চ ঊরুষ মোবারকে প্রচুর মানুষ সমাগম হবে বলে অনুমান। সেই জমায়েত থেকে যাতে কোনভাবেই সমস্যা না হয় তার জন্য স্বাস্থ্য দপ্তর এবং পুলিশ প্রশাসন ব্যবস্থা গ্রহণ করবে বলে জানিয়েছে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584