নিজস্ব সংবাদদাতা, পশ্চিম মেদিনীপুরঃ
মেদিনীপুর মেডিক্যালকলেজ হাসপাতালের নতুন বিল্ডিং এর সামনে পড়ে থাকতে দেখা গেল ব্যবহার করা পিপিই কীট। বৃহস্পতিবার বেলা বারোটার পর এই কীটটিকে পড়ে থাকতে দেখেন রোগীর পরিবারের লোকজন। সাথে সাথে করোনা সংক্রমণের আতঙ্ক ছড়ায় হাসপাতালে আসা রোগীর পরিবারের লোকজনদের মধ্যে।
খবর যায় হাসপাতাল কর্তৃপক্ষের কাছে। তারপরও ১ ঘণ্টার বেশি সময় ধরে ওই কীট পড়েছিল। গত কয়েকদিন ধরেই ওই নতুন বিল্ডিং এর কয়েকজন রোগী করোনা আক্রান্ত হওয়ায় তাদের করোনা হাসপাতালে নিয়ে গিয়েছিল হাসপাতাল কর্মীরা। বৃহস্পতিবারও ওই হাসপাতাল থেকে করোনা আক্রান্ত রোগীকে করোনা হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।
আরও পড়ুনঃ বালুরঘাট হাসপাতালে প্রথম প্লাজমা থেরাপির সূচনা
হাসপাতাল কর্তৃপক্ষের অনুমান হাসপাতালের কোন কর্মীদের পিপিই কীট হয়তো পড়ে গিয়ে থাকতে পারে। প্রায় দেড় ঘণ্টা পর ওই পরিতক্ত কীটটিকে হাসপাতালের সামনে থেকে সরায় কর্মীরা। তবে ওই ঘটনাকে কেন্দ্র করে মেদিনীপুর মেডিকেল কলেজ ও হাসপাতাল চত্বরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584