উদ্বোধনের পথে ‘ঊষা গাঙ্গুলি মঞ্চ’

0
90

নবনীতা দত্তগুপ্ত, বিনোদন ডেস্কঃ

প্রখ্যাত নাট্যকর্মী ঊষা গাঙ্গুলির স্মৃতিতে গড়ে উঠতে চলেছে ‘ঊষা গাঙ্গুলি মঞ্চ’। এর উদ্যোক্তা তাঁর দল ‘রঙ্গকর্মী’র সদস্যবৃন্দর। শুধুমাত্র থিয়েটার বা অভিনয়ের ওয়ার্কশপই নয়, আগামী দিনে এই মঞ্চে নাচ, গান, যোগা ছাড়াও সব ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।

Usha Ganguly | newsfront.co

এই মঞ্চ গড়ে তোলার উদ্দেশ্য হল, যাঁরা প্রতিভা থাকা সত্তেও সুযোগের অভাবে নিজেদের মেলে ধরতে পারেন না তাঁদের প্রতিভা জনসমক্ষে নিয়ে আসা। আগামী ১৯ ডিসেম্বর আনুষ্ঠানিকভাবে উদ্বোধন হতে চলেছে ‘ঊষা গাঙ্গুলি মঞ্চ’।

Usha ganguly | newsfront.co

প্রসঙ্গত, এ রাজ্যে হিন্দি নাটকে সাড়া ফেলেছিলেন ঊষা গাঙ্গুলি। ১৯৭৬-এ প্রতিষ্ঠা করেন তাঁর দল ‘রঙ্গকর্মী’ গ্রুপ থিয়েটার। তাঁর পরিচালিত উল্লেখ্যযোগ্য নাটকগুলির মধ্যে রয়েছে ‘মহাভোজ’‌, ‘‌রুদালি’‌, ‘‌হোলি’‌, ‌’সরহদ পার মান্টো‌’, ‘‌চণ্ডালিকা’‌। ১৯৯৮-এ ‘সঙ্গীত নাটক অ্যাকাডেমি’ পুরস্কারপ্রাপ্ত নাট্যব্যক্তিত্ব ঊষা গাঙ্গুলি করোনা আবহে গত ২৩ এপ্রিল হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত হন। সংস্কৃতিজগতের এ এক বড় রকমের ক্ষতি।

আরও পড়ুনঃ আসছে আই গ্ল্যাম মিসেস বেঙ্গল

ঊষা গাঙ্গুলির স্মৃতি বিজড়িত ‘রঙ্গকর্মী’ স্টুডিও থিয়েটারে আগামী ১৯ ডিসেম্বর আনুষ্ঠানিকভাবে উদ্বোধন হতে চলেছে নব প্রয়াস ‘ঊষা গাঙ্গুলি মঞ্চ’। উদ্বোধনী অনুষ্ঠানে হাজির থাকবেন ‘রঙ্গকর্মী’র সকলেই। এছাড়াও থাকবেন সাংস্কৃতিকজগতের বিশিষ্ট শিল্পীরা।

আরও পড়ুনঃ প্রীতমের নতুন গানে বাপ্পি লাহিড়ী, কুমার শানু, অভিজিৎ, ঋতুপর্ণা, শ্রাবন্তী

সূত্রের খবর অনুযায়ী বেশ গ্যালারি আকারে আয়তনে বেশ বড়। বসতে পারবে প্রায় ৭০ জনেরও বেশি দর্শক। সকলের সুবিধার জন্য থাকবে অত্যাধুনিক ব্যবস্থা। বইপিপাসুদের জন্য তৈরি হয়েছে একটি লাইব্রেরি। মহিলা, পুরুষদের জন্য আলাদা আলাদা সাজঘর রয়েছে সেখানে।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here