উত্তরণের উদ্যোগে সেভ ফুড সেভ লাইফ

0
192

নিজস্ব প্রতিবেদক, বাঁকুড়া:

দুঃস্থ ছাত্রছাত্রীদের পাশে দাঁড়ানো , শীতের রাতে অসহায় মানুষের হাতে কম্বল তুলে দেওয়া বা কিছু অভুক্ত মানুষের একবেলা খাবারের দায়িত্ব নেওয়ার মত বিভিন্ন কাজের জন্য বাঁকুড়া শহরের খুব পরিচিত নাম “উত্তরণ “।২০১২ সাল থেকে ছাত্রছাত্রীদের দ্বারা পরিচালিত এই সমাজসেবী সংগঠনটি বরাবর অসহায় মানুষের পাশে এসে দাঁড়িয়েছে ।
উত্তরণের ষষ্ঠ প্রতিষ্ঠা দিবস উপলক্ষে কেক কাটা থেকে শুরু করে দুপুরের খাবার খাওয়ানোর মধ্য দিয়ে বাঁকুড়া রেল স্টেশনে পথশিশু ও ভিক্ষুকদের সাথে উত্তরণের পক্ষ থেকে এই বিশেষ দিনটি পালনের অভাবনীয় উদ্যোগ সত্যিই প্রশংসার দাবি রাখে । সংগঠনের সদস্যরা জানালো , “আজ যে ৩০ জন বাচ্চার সাথে তাঁরা আনন্দ ভাগ করে নিল , তাদের কেউ কাগজ কুড়ায় ,কেউ বাসে ট্রেনে ভিক্ষা করে আবার কেউ বিষাক্ত নেশায় আসক্ত । এইসব বাচ্চাদের শুধু একবেলা খাবার খাওয়ানোই নয় , ওদের স্কুলে পাঠানোর ব্যবস্থা করা ও সুস্থ স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনাই উত্তরণের লক্ষ্য “।

তারা আরোও জানান , গত ৫ই নভেম্বর থেকে “সেভ ফুড সেভ লাইফ” প্রকল্পটি শুরু হয়েছে । এই প্রকল্পের আওতায় বাঁকুড়া স্টেশনে রাত কাটানো পথশিশু সহ কিছু অসহায় মানুষের প্রতিদিন একবেলা খাবারের ব্যবস্থা করেছে উত্তরণ । তাছাড়া উত্তরণের সদস্য ও শুভাকাঙ্ক্ষিরা নিজেদের ও তাদের প্রিয়জনদের জন্মদিন এইসব পথশিশুদের সাথে পালন করেন । উত্তরণের সদস্যরা জনসাধারণের কাছে আবেদন রেখে বলেন , “আপনার বাড়ির বেঁচে যাওয়া খাবার ফেলে না দিয়ে ডাকুন উত্তরণকে । কিছু অভুক্ত মানুষের কাছে সেইসব খাবার পৌঁছে দেওয়ার ব্যবস্থা করবে উত্তরণ।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here