করোনায় রাজ্যের ত্রাণ তহবিলে অর্থ, কয়েকশো পরিবারকে সামগ্রী বিতরণ শিক্ষকমণ্ডলীর

0
44

নিজস্ব সংবাদদাতা, পশ্চিম মেদিনীপুরঃ

করোনা ভাইরাস মোকাবিলায় রাজ্য সরকার ইতিমধ্যেই মার্চের ১৫ থেকে জুনের ১০ তারিখ পর্যন্ত দীর্ঘ মেয়াদী ছুটির ঘোষণা করেছে। সেই সময় সরকারের পাশে দাঁড়িয়ে মানবিক দৃষ্টিভঙ্গি নিয়ে এই করোনা ভাইরাসের মোকাবিলায় সচেষ্ট পশ্চিম মেদিনীপুর জেলার শালবনী সদর উত্তর তৃণমূল প্রাথমিক শিক্ষক সমিতি, ছাত্র যুব শিক্ষক ক্রীড়া ও সাংস্কৃতিক সম্বন্বয় মঞ্চ।

Food distribution | newsfront.co
ত্রাণ বিলি। নিজস্ব চিত্র

এদিন সদর উত্তর চক্রের তৃণমূল শিক্ষক সমিতির সভাপতি তন্ময় সিংহের তরফে জানানো হয়েছে, এখনও পর্যন্ত রাজ্য সরকার ইমার্জেন্সি ত্রাণ তহবিলে পঞ্চাশ হাজার দুশো টাকা সাহায্য করা হয়েছে। এর পাশাপাশি সমিতির পক্ষ থেকেও ৫৫০ টি পরিবারকে সাহায্য করা হয়েছে। এমনকি প্রায় পঁচাত্তর জনের মতো দাতা এই দুটি কর্মসূচিতে এগিয়ে এসেছেন ।

আরও পড়ুনঃ কোভিড-১৯ সংক্রমণ রুখতে অভিনব সচেতনতা বন্ধুর, উদ্যোগে সামিল পঞ্চায়েত প্রধানও

এর পাশাপাশি তিনি আরও জানান, প্রথম দু দফায় প্রায় ৩০০ পরিবারকে খাদ্য সামগ্রী তুলে দেওয়ার পরেও, এই সপ্তাহে ২৫০ টি পরিবারের হাতে খাদ্য সামগ্রী তুলে দেওয়া হচ্ছে। এছাড়াও শালবনীর মহাশোল, ভূগলুশোল, সিদাডিহি, দেউলকুন্ডা, কড়েদানা ও ভাউদিতে সংস্থার তরফে অরুন মাহাত, তুলি সাউ,অর্পনা কোলে, অমর চৌধুরী, বাপ্পা বিষয়ী, নির্মল মান্ডি, ঠাকুরদাস মাহাত, অতনু সাঁতরা প্রমুখেরা খাদ্য সামগ্রী তুলে দিচ্ছেন।

তবে তন্ময় বাবুর চক্রের সমস্ত শিক্ষক যারা এগিয়ে এসেছেন ও এলাকার সাধারন মানুষ যারা খাদ্য সামগ্রী বিতরণে সাহায্য করেছেন, এদিন তাদের ধন্যবাদ জানান তিনি। যদিও পশ্চিমবঙ্গ তৃণমূল প্রাথমিক শিক্ষক সমিতির রাজ্য সভাপতি অশোক রুদ্রের এই পদক্ষেপে সবারই এগিয়ে আসা উচিত বলে তন্ময় বাবু জানান।যদিও সদর উত্তর চক্রের মোট সদস্যের এক তৃতীয়াংশ শিক্ষক শিক্ষিকা এখনও এগিয়ে আসেননি বলে নিরাশা ব্যক্ত করেন তিনি।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here