শুভম বন্দ্যোপাধ্যায়, কলকাতাঃ
বহুদিন ধরে টিকাকরণ কর্মসূচি বন্ধ থাকলেও এবার তা ফের শুরু হতে চলেছে। রাজ্য স্বাস্থ্য দফতর সূত্রে এমনটাই খবর পাওয়া গিয়েছে। সূত্রের খবর, বুধবার থেকে রাজ্যে টিকাকরণ কর্মসূচি চালু হতে চলেছে। মঙ্গলবারই রাজ্যের বৈঠকের পর তা ঘোষণা হবে।
প্রাথমিক ভাবে ঠিক হয়েছে, যেসব শিশুদের টিকাকরণ বাকি রয়েছে, তারা কনটেনমেন্ট জোনের বাইরে গিয়ে শিশুদের টিকাকরণ করিয়ে নিয়ে আসতে পারেন।
জানা গিয়েছে, রাজ্যের শিশুদের জন্য ২ মাসের স্টক ভ্যাকসিন রাজ্যের কাছে জমা রয়েছে। কাজেই টিকাকরণ শুরু হলে কোনও সমস্যা হবে না। করোনা সংক্রমণ খুব দ্রুত শেষ হওয়ার নয়, আর তার জন্য আর বাচ্চাদের টিকাকরণ আটকে রাখতে চাইছে না প্রশাসন। এই নিয়ে সোমবার বিকেলেই কেন্দ্র থেকে গাইডলাইন এসে গিয়েছে। মঙ্গলবার সকালে পরিস্থিতি পর্যালোচনা বৈঠকের পর বিকেলেই নবান্ন থেকে বিজ্ঞপ্তি জারি করে দেওয়া হবে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584