শিবশংকর চ্যাটার্জ্জী,দক্ষিন দিনাজপুরঃ
রাতের অন্ধকারে আম্বুলেন্সের কাঁচ ভাঙ্গার ঘটনায় চাঞ্চল্য দক্ষিন দিনাজপুর জেলার জেলা হাসপাতালে।
জানা গেছে, রবিবার রাতের অন্ধকারে বালুরঘাট হাসপাতালে বর্হি র্বিভাগের উল্টো দিকে থাকা প্রায় আটটি অ্যাম্বুলেন্স ভাঙচুর চালায় একদল দুষ্কৃতীরা। সোমবার সকালে বিষয়টি নজরে আসে স্থানীয়দের। এরপরই ক্ষুব্ধ অ্যাম্বুলেন্স চালকরা, ফলে রোগী পরিষেবা বন্ধ করে দেয় দেয় তারা। ভাঙচুরের ঘটনায় কারা কারা যুক্ত রয়েছে তা জানতে সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখছে হাসপাতাল কর্তৃপক্ষ।
চালকদের অভিযোগ সিসিটিভি ফুটেজে ঠিক মত বোঝা যাচ্ছেনা দুষ্কৃতীদের। বালুরঘাট থানায় লিখিত অভিযোগ দেওয়া হয়। তারা এসে সিসিটিভিফুটেজ দেখে দুষ্কৃতীদের চিহ্নিত করে যথাযত শস্তির আশ্বাস দিতেছেন বলে জানান।
আরও পড়ুনঃ জল সংকটে বালুরঘাট হাসপাতাল, বন্ধ ডায়ালেসিস পরিষেবাও
হাসপাতালের ভিতরে কি করে অ্যাম্বুলেন্স ভাঙচুর হল তা নিয়েও উঠছে প্রশ্ন? পুরো ঘটনা খতিয়ে দেখার আশ্বাস দিয়েছে বালুরঘাট হাসপাতাল কর্তৃপক্ষ। যদিও রোগী পরিষেবা বন্ধ করা ঠিক হয়নি বলে মত হাসপাতালের অনেকেরই।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584