সুদীপ পাল,বর্ধমানঃ
বিজেপি এবং সিপিএমের দলীয় কার্যালয় ও বিজেপি সমর্থক হিসেবে পরিচিত দুজনের দোকান ভাঙচুরের অভিযোগে খণ্ডঘোষ রীতিমতো উত্তপ্ত।
বিজেপি নেতাদের অভিযোগ, রাত্রি একটা নাগাদ তৃণমূল আশ্রিত দুষ্কৃতী তাদের পার্টি অফিসে ভাঙচুর করে।পার্টি অফিসের পাশে রয়েছে সিপিএমের পার্টি অফিস। সেখানেও ভাঙচুর চালানো হয়। স্থানীয় বিজেপি নেতা দিব্যেন্দু ঘোষের অভিযোগ, শুধু পার্টি অফিস নয়, দুই জন কর্মীর দোকান ভেঙে দেওয়া হয়েছে।
জানা যাচ্ছে, দুই কর্মীর একজনের লটারির দোকান আরেকজনের স্টেশনারি দোকান। আর্থিক সামর্থ্য খুব বেশি না থাকায় দুই ব্যবসায়ীই ভেঙে পড়েছেন।
সিপিএম নেতা নিতাই চন্দ্র ঘোষ এই ঘটনার জন্য রাজ্যের শাসকদলের দিকেই আঙুল তুলছেন।সিপিএম এবং বিজেপি উভয়েই থানায় লিখিত অভিযোগ করেছেন।
খণ্ডঘোষ থানার পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করলেও এলাকা রীতিমতো উত্তপ্ত।
আরও পড়ুনঃ গ্রাম্য বিবাদে তৃণমূল কর্মীদের আক্রমনে আহত তিন কংগ্রেস কর্মী
তৃণমূলের দিকে আঙুল তুললেও স্থানীয় তৃণমূল নেতা তথা খণ্ডঘোষ ব্লক সভাপতি অপার্থিব ইসলাম এই অভিযোগ অস্বীকার করেছেন। তিনি বলেন, এই ধরনের কোন ঘটনার সাথে তৃণমূল জড়িত নয়। ঘটনার তদন্ত হওয়া উচিত। তদন্ত হলেই আসল সত্য সামনে আসবে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584