নিজস্ব সংবাদদাতা, মালদহঃ
চিকিৎসার গাফিলতিতে শিশুমৃত্যুর অভিযোগ তুলে উত্তেজনা মালদহ শহরের মকদুমপুর এলাকায় একটি বেসরকারি নার্সিংহোমে। উত্তেজিত পরিজনেরা নার্সিংহোম ভাঙচুর করে এবং এক সেবিকাকে মারধোর করে বলে অভিযোগ।
পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে বিশাল পুলিশবাহিনী মোতায়েন করা হয়।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত শিশুর নাম মাহিরা রহমান বয়স এক মাস, বাবা মাসিদুর রহমান, মা শবনম খাতুন, বাড়ি ইংরেজবাজার থানার কমলাবাড়ী এলাকায়। পরিবারের লোকজনের অভিযোগ, বুধবার ওই শিশুটিকে নার্সিংহোমে ভর্তি করা হয়। তার পায়ে একটি ফুসকুড়ি হয়েছিল। সেখানে অস্ত্রোপচার করা হয়।
বৃহস্পতিবার ভোর তিনটে নাগাদ, নার্সিংহোম কর্তৃপক্ষ বাড়ির লোককে মোবাইল মারফৎ খবর দেন ওই শিশুর মৃত্যু হয়েছে। এরপরে সকাল থেকে ক্ষোভে ফেটে পড়েন মৃত শিশুর পরিবারের লোকেরা। নার্সিংহোমের চিকিৎসককে ঘিরে বিক্ষোভ দেখান তারা। এরপর উত্তেজনা বাড়তে থাকে সেখানে। উত্তেজিত পরিজনেরা নার্সিংহোমের এক সেবিকাকে রাস্তায় ফেলে ব্যাপক মারধোর করে বলে অভিযোগ।
আরও পড়ুনঃ নিয়ন্ত্রণ হারিয়ে নয়ানজুলিতে যাত্রীবাহী বাস
এরপর পুলিশের সামনে পরিজনেরা ব্যাপক ভাঙচুর করে বলে অভিযোগ। শিশু মৃত্যুর ঘটনায় যুক্ত অভিযুক্তদের কঠোর শাস্তির দাবিতে রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখায় মৃত শিশুর পরিবারের লোকেরা। পরিস্থিতি সামাল দিতে ইংরেজবাজার থানার বিশাল পুলিশবাহিনী মোতায়েন করা হয় নার্সিংহোম চত্বরে। পরিবারের লোকেরা দাবি করেন, সম্পূর্ণ সিসি ক্যামেরার ফুটেজ দেখানো ও দোষীদের কঠোর শাস্তি।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584