নিজস্ব সংবাদদাতা, পূর্ব মেদিনীপুরঃ
বিজেপির পার্টি অফিস ভাঙচুরের প্রতিবাদে পূর্ব মেদিনীপুর জেলার এগরা বাজকূল রাস্তায় পথ অবরোধ। আবার আক্রান্ত বিজেপির দলীয় কার্যালয়। ঘটনার প্রতিবাদে পথে নামল বিজেপির দলীয় কর্মীরা।
গতরাতে বিজেপির দলীয় কার্যালয়ে হামলা ও বোমা বাজির ঘটনা ঘটে পূর্ব মেদিনীপুর জেলার পটাশপুরে। পটাশপুর থানার নতুন পুকুর বাসস্ট্যান্ড সংলগ্ন ভারতীয় জনতা পার্টির এই দলীয় কার্যালয়ে ঢুকে চেয়ার টেবিল, কাগজপত্র ও অন্যান্য জিনিস পত্র ভাঙচুর ও লন্ড ভন্ড করার পাশাপাশি বাড়ির অ্যজবেস্টাস চালাও ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়েছে। এমনকি পার্টি অফিস লক্ষ্য করে বোমা বাজি করা হয় বলেও বিজেপির তরফে অভিযোগ করা হয়েছে। এই ঘটনায় অভিযোগের তীর শাসক দল তৃণমূল কংগ্রেসের দিকে।
আরও পড়ুনঃ রামনগরে তৃণমূলের দলীয় কার্যালয় উদ্বোধন
দলীয় কার্যালয়ে হামলার ঘটনায় দোষীদের গ্রেফতার ও শাস্তির দাবিতে এগরা-বাজকুল রাজ্য সড়ক অবরোধ করে এই মুহূর্তে বিক্ষোভ দেখাচ্ছেন বিজেপির দলীয় কর্মীরা।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584