প্রীতম সরকার, উত্তর দিনাজপুরঃ
ফের কয়েক শতাধিক ভিন রাজ্যের শ্রমিক ঢুকলো ইসলামপুরে। লরি এবং বাস বোঝাই করে আসা ওই শ্রমিকদের আটকে দিল পুলিশ প্রশাসন। ইসলামপুর মহকুমা হাসপাতালের সামনে দীর্ঘ লাইন ধরে দিনভর তাদের স্ক্রিনিং টেস্ট করা হয়।
প্রশাসনের তরফে জানানো হয়েছিল, এখন থেকে ভিন রাজ্যের শ্রমিকরা এলে তাদেরকে সরকারিভাবে গড়ে ওঠা কোয়ারান্টিনে পাঠানো হবে। সমস্ত সীমান্ত এলাকাগুলোতে সিল করে দেওয়ার বিষয় স্বরাষ্ট্রমন্ত্রকের তরফে জানানো হলেও কিভাবে প্রতিদিন বাসে ও লরিতে শ্রমিক ঢুকছে তা নিয়ে প্রশ্ন উঠেছে বিভিন্ন মহলে।
আরও পড়ুনঃ মানুষের জন্য খেটে চলেছেন বামপন্থী যুবকরা
সকলেই বলছে তাদের কাছে সাংসদ কিংবা কারো কাছে বিধায়কের চিঠি রয়েছে। কেউ দিল্লি ,কেউ কলকাতা আবার কেউ অন্য জায়গা থেকে। এই শ্রমিকরাই চরম আতঙ্কের কারণ হয়ে দাঁড়িয়েছে শহরবাসীর কাছে। কারণ শহরের অধিকাংশ মানুষ গৃহবন্দি থাকলেও ভিনরাজ্যের থেকে আসা শ্রমিকরা মানছেন না কিছুই।
কোনোভাবেই নিয়ন্ত্রণে রাখা যাচ্ছে না শ্রমিকদের। যদিও সোমবার মুখ্যমন্ত্রী জেলা প্রশাসনকে পরিষ্কারভাবে নির্দেশ দিয়েছেন, এই জরুরী সময়ে দেখা হবেনা কোন জনপ্রতিনিধিদের চিঠি। উত্তর দিনাজপুরের সঙ্গে বিহারের সীমানা বন্ধেরও তিনি নির্দেশ দেন।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584