বরুণ-প্রভুদেবা-র নজরকাড়া যুগলবন্দি ‘মুকাবলা’ গানে

0
221

মোহনা বিশ্বাস, বিনোদন ডেস্কঃ

২৪শে জানুয়ারী ২০২০-তে বড়পর্দায় মুক্তি পেতে চলেছে রেমো ডিসুজা পরিচালিত ছবি ‘স্ট্রিটডান্সার থ্রিডি’। দুই দেশের ডান্স কম্পিটিশন নিয়েই এই ছবির গল্প। ছবিতে একসাথে দেখা যাবে বরুণ ধাওয়ান ও শ্রদ্ধা কাপুর-কে।

ছবিঃ টুইটার

ডান্স কম্পিটিশনে প্রতিদ্বন্দী হিসাবে দেখা যাবে তাদের। ছবিটির ট্রেলার ইতিমধ্যেই জনপ্রিয় হয়ে উঠেছে। ক্রমশ প্রকাশ্যে আসছে ‘স্ট্রিটডান্সার থ্রিডি’-র বেশ কিছু ঝলক। শনিবার প্রকাশ্যে এল এই ছবির গান ‘মুকাবলা’।

‘মুক্কালা মুকাবলা’ গানের সঙ্গে আরও একবার প্রভুদেবাকে দেখা গেল। এই গানে বরুণ-প্রভুদেবা-র নজরকাড়া যুগলবন্দি ইতিমধ্যেই দর্শকের মন জয় করে নিয়েছে। গোটা গান জুড়ে এক একটি ধাপে নয়া লুকে ধরা দিলেন প্রভুদেবা।

আরও পড়ুনঃ মা-হারা দীপার জীবনের গল্প বলতে আসছে ‘মায়াভয়’

এই গানের কিছুটা অংশে শ্রদ্ধা কাপুর-কেও স্টেজে দেখা যাচ্ছে। তবে বরুণ-প্রভুদেবা-র জুটি ‘স্ট্রিটডান্সার থ্রিডি’-কে মাতিয়ে রেখেছে। প্রকাশ্যে আসার পর ইউটিউব ট্রেন্ডিং-এও দ্বিতীয় স্থানে চলে এসেছে ‘মুকাবলা’ গানটি। সবমিলিয়ে এ.আর.রহমান-এর মিউজিকে বরুণ ও প্রভুদেবা-র নাচে ‘স্ট্রিটডান্সার থ্রিডি’-র মুক কালা মুকাবলা গানটি এক্কেবারে হিট।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here