নিজস্ব সংবাদদাতা, মালদহঃ
মালদহ মেডিকেলে চিকিৎসাধীন রোগী ও তার পরিবারের লোকেদের জন্য পাঁচ টাকার বিনিময়ে বিশেষ খাবারের ক্যান্টিং চালু করল একটি বেসরকারি স্বেচ্ছাসেবি সংস্থা।শনিবার এক অনুষ্ঠানের মধ্যে দিয়ে এই ক্যান্টিনের উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মালদহ মেডিকেল কলেজ হাসপাতালের ডেপুটি সুপার জ্যোতিষ চন্দ্র দাস,এমএসভিপি অমিত কুমার দাঁ সহ স্বেচ্ছাসেবি সংস্থার কর্তারা।
স্বেচ্ছাসেবি সংস্থার কর্তারা জানান,মালদহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রতিদিন বহু মানুষ ভিড় জমান চিকিৎসার জন্য।জেলা ও বিভিন্ন প্রান্তের বহু মানুষ চিকিৎসার জন্য খাবারের সমস্যায় পড়তেন।সেই সমস্ত মানুষের খাবারের সমস্যা সমাধান করতে এগিয়ে আসল মালদহ শহরের এক স্বেচ্ছাসেবি সংস্থা।এই সংস্থার উদ্যোগে সপ্তাহের প্রতি রবিবার পাঁচ টাকার বিনিময়ে সবজি ভাত খাওয়ানো হবে। প্রতিদিন গড়ে প্রায় পাঁচ শতাধিক মানুষকে খাওয়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে।শনিবার উদ্বোধনীর দুপুরে প্রচুর মানুষ ভিড় জমায় খাবারের লাইনে।এই স্বেচ্ছাসেবির এমন উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন মেডিকেলের কর্তারা।
স্বেচ্ছাসেবি সংস্থার এক কর্তা বলেন, সাধারন মানুষ খাবার খেতে যেন দিধা বোধ না করে তার জন্য খাবারের প্রতিকি দাম ধরা হয়েছে। বর্তমানে সপ্তাতে এক দিন করে খাবার দেওয়া হবে। আগামিতে সপ্তাহে দুই দিন বা তিন দিন করার পরিকল্পনা রয়েছে।
আরও পড়ুন: মালদহ মেডিকেল কলেজের বার্ন ওয়ার্ড থেকে শিশুচুরি
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584