নিজস্ব সংবাদদাতা, পশ্চিম মেদিনীপুরঃ
মিড ডে মিলের কথা ভেবে স্কুল প্রাঙ্গণে লাগানো হয়েছিল সবজি গাছ, স্কুল প্রাঙ্গণে সাজিয়ে তোলা হয়েছিল চন্দ্রমল্লিকা, গাঁদা সহ বিভিন্ন গাছের চারাও। কিন্তু হঠাৎই শিশুদের হাতে তৈরি সবজি বাগান থেকে ফুলের বাগান তছনছ করে দিল দুষ্কৃতীরা। তীব্র চাঞ্চল্য ছড়ালো গোটা ঘটনায়। ঘটনাটি পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা ২ নম্বর ব্লকের জাড়া গ্রামের চাঁচরবেড়র প্রাথমিক বিদ্যালয়ের।
জানা গিয়েছে, মঙ্গলবার রাতে বেশ কিছু দুষ্কৃতী স্কুল প্রাঙ্গণে ঢুকে ভেঙে ফেলেছে সমস্ত ফুলের গাছ, লুঠ করেছে সবজিও। ঘটনার পর আজ সকালে প্রতিবাদে প্ল্যাকার্ড হাতে পথে নেমেছে ক্ষুদে পড়ুয়ারা।
প্রতিবাদে সামিল শিক্ষক থেকেও বিদ্যালয়ের কর্মী এলাকাবাসী সকলেই। অবিলম্বে দোষীদের চিহ্নিত করে শাস্তির দাবি জানিয়েছে এলাকাবাসী। ঘটনায় মুসড়ে পড়েছে বিদ্যালয়ের ক্ষুদে পড়ুয়ারাও।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584