নবনীতা দত্তগুপ্ত, বিনোদন ডেস্কঃ
করোনা ফের কেড়ে নিল আরও এক অভিনেতার প্রাণ। অমৃতধামে বর্ষীয়ান অভিনেতা কিশোর নন্দলস্কর। বলিউড হারালো এক দক্ষ অভিনেতাকে। মঙ্গলবার দুপুরে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।
মরাঠি ছবির প্রতিষ্ঠিত অভিনেতা কিশোর৷ পাশাপাশি বলিউডেও ‘খাকি’, ‘বাস্তব: দ্য রিয়্যালিটি’, ‘সিঙ্ঘম’, ‘জিস দেশ মে গঙ্গা রেহতা হ্যায়’-এর মতো ছবিতেও দক্ষতার সঙ্গে অভিনয় করেছেন তিনি। মন জয় করেছেন অগণিত দর্শকের। অভিনেতার মৃত্যুর খবরে শোকাহত গোবিন্দা। প্রয়াত অভিনেতার পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন কিশোরের সহ অভিনেতা গোবিন্দা।
আরও পড়ুনঃ করোনা আক্রান্ত জিৎ-শুভশ্রী
সূত্রের খবর অনুযায়ী, ১৪ এপ্রিল অভিনেতার করোনা পরীক্ষার ফল পজিটিভ আসে। এরপর তাঁকে থানের এক করোনা চিকিৎসা কেন্দ্রে রাখা হয়। সেখানে ভর্তি করার আগেও অভিনেতার শ্বাসকষ্ট ছিল এবং কথা বলতে সমস্যা হচ্ছিল বলে জানা গিয়েছে। তাঁর শরীরে অক্সিজেনের মাত্রাও কমে গিয়েছিল। মঙ্গলবার বেলা সাড়ে ১২টা নাগাদ মৃত্যু হয় অভিনেতার।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584