নবনীতা দত্তগুপ্ত, বিনোদন ডেস্কঃ
ভাল আছেন অভিনেত্রী সন্ধ্যা রায়৷ সূত্রে জানা গিয়েছে, সোমবারই করোনা রিপোর্ট নেগেটিভ এসেছে তাঁর। তবে, বার্ধক্যজনিত কিছু সমস্যা এখনও শরীরে রয়ে গিয়েছে। আপাতত কোভিড সংক্রান্ত কোনও পার্শ্বপ্রতিক্রিয়া নেই তাঁর, এমনটাই জানা গিয়েছে হাসপাতাল সূত্রে।
বেড়েছে অক্সিজেনের মাত্রা। জানা গিয়েছে খুব শীঘ্রই তাঁকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হবে। মে মাসের শুরুতেই জ্বর এবং শ্বাসকষ্ট নিয়ে অভিনেত্রীকে ভর্তি করা হয় বাইপাস সংলগ্ন একটি বেসরকারি হাসপাতালে। কোভিড পরীক্ষার রিপোর্ট পজিটিভ আসায় তাঁকে অন্য আরেকটি হাসপাতালে ভর্তি করা হয়। জানা গিয়েছে, কোভিড নিউমোনিয়ায় আক্রান্ত হন অভিনেত্রী।
আরও পড়ুনঃ আসছে ‘ডান্স বাংলা ডান্স’, বিচারকের আসনে বলিউডি চমক
এক সময়কার জনপ্রিয় অভিনেত্রী তিনি। একের পর এক হিট বাংলা ছবিতে তাঁকে পেয়েছে দর্শক। পাশাপাশি ২০১৪ সালে তৃণমূল কংগ্রেসের হয়ে মেদিনীপুর কেন্দ্র থেকে নির্বাচন লড়েন এবং জিতে সাংসদ নির্বাচিত হন। তবে, ২০১৯-এর নির্বাচনে বয়সজনিত কারণে নিজেই রাজনীতি থেকে সরিয়ে নেন নিজেকে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584